ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার ব্যর্থতার দায় নিলেন কোচ লুইস এনরিকে, মেসিদের বিদায়ে খুশি ডেল বস্ক!

আত্মবিশ্বাসী এ্যাটলেটিকোর শিরোপাস্বপ্ন

প্রকাশিত: ০৬:০০, ১৬ এপ্রিল ২০১৬

আত্মবিশ্বাসী এ্যাটলেটিকোর শিরোপাস্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিশোধটা বোধ হয় এর চেয়ে মধুর আর হয় না। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যুক্যাম্প থেকে এগিয়ে যেয়েও বার্সিলোনার কাছে ২-১ গোলে হেরে এসেছিল এ্যাটলেটিকো মাদ্রিদ। সবচেয়ে বড় কথা, ম্যাচটিতে লালকার্ড দেখেছিলেন গোলদাতা ফার্নান্ডো টোরেস। পরবর্তীতে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। ভিসেন্টে ক্যালডেরনে শেষ আটের দ্বিতীয় লেগে তাই জয়ের জন্য মরিয়া ছিল এ্যাটলেটিকো। ১-০ গোলে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন অবস্থায় দিয়াগো সিমিওনের দল বার্সাকে হারায় ২-০ গোলে। দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে স্প্যানিশ ক্লাবটি। দলটির কোচ দিয়াগো সিমিওনে জানিয়েছেন, আত্মবিশ্বাসই তার দলকে জিতিয়েছে। আর গোটা দলের লক্ষ্যই এখন শিরোপা। অন্যদিকে সেমিফাইনালের আগেই চ্যাম্পিয়ন বার্সিলোনার বিদায়ের পুরো দায়টা নিয়েছেন কোচ লুইস এনরিকে। এর আগে ২০১৩-১৪ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সিলোনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার এল ক্লাসিকোতে হারের পর থেকেই কেমন যেন ছন্নছড়া বার্সা। টানা দুই ম্যাচে হারের পর এবার চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়। সম্প্রতি তারা যে ধার হারিয়েছে, তা স্বীকার করছেন কোচ লুইস এনরিকে। তিনি বলেন, এটা খুব স্পষ্ট যে, আমরা গর্তে পড়েছি। এই মুহূর্তে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারছি না। মৌসুমের অন্য মুহূর্তগুলোর বিবেচনায় আমরা কার্যকর ফুটবলও খেলতে পারিনি। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বার্সিলোনাকে বিদায় করে দেয়া এ্যাটলেটিকো হুমকি হয়ে আছে লা লিগাতেও। নিজেদের সর্বশেষ তিন ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় বেশ বেকায়দাতেই পড়ে গেছে বার্সা। বিষয়টি মাথায় রেখে এনরিকে বলেন, আবারও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের ভাবনাটা বার্সা সমর্থকদের শিহরিত করেছিল। কিন্তু এটা হলো না। দলের সবাই খুব অখুশি। কিন্তু আমাদের এই ফলাফল মেনে নিতে হবে আর আগামীতে উন্নতির চেষ্টা করতে হবে। আমাদের সামনে এখনও দুটি আসরের শিরোপা জয়ের দারুণ সুযোগ আছে। এ্যাটলেটিকোর কাছে হার প্রসঙ্গে বার্সা বস বলেন, চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ার জন্য আমি ৯৯.৯ ভাগ দোষী। না, আমিই শতভাগ দোষী। আমি কোচ এবং দায়টা আমারই। তিনি আরও বলেন, ম্যাচটা আমাদের প্রত্যাশামাফিকই ছিল। প্রথমার্ধে আমাদের খেলায় কোন সমস্যা ছিল না, এমনকি যে পরিস্থিতিতে তারা গোল করেছিল, সেক্ষেত্রে আমরা ভাগ্যবান ছিলাম না। দ্বিতীয়ার্ধে একটা গোল পেতে আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছিলাম। রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল। তবে প্রতিপক্ষ ভাল খেলেই জিতেছে। তারকায় ঠাসা বার্সার বিপক্ষে এ্যাটলেটিকো কখনও বিশ্বাস হারায়নি বলে জানান সিমিওনে। এ কারণেই বার্সিলোনাকে হারিয়ে তার দল চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠতে পেরেছে বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ। সিমিওনে বলেন, আরেকবার আমরা প্রচ- কঠিন একটি ম্যাচ জিতেছি। কিন্তু খুব ভাল একটি ম্যাচ। আমরা কখনই বিশ্বাস হারাইনি। পরিস্থিতি বুঝে আর কী করতে পারি তা বুঝে কাজ করেছি আমরা। তিনি আরও বলেন, এখন আমরা এমন একটা পর্যায়ে এসেছি। যেখানে এসে শিরোপা ছাড়া আর অন্য কিছু ভাবা যায় না। আমরা সেটাই ভাবছি। তবে এর আগে সেমিফাইনালের কঠিন লড়াই আছে। বার্সার বিদায়ে খুশিই হয়েছেন স্পেনের কোচ ভিসেন্টে ডেল বস্ক। এর অবশ্য কারণও আছে। কাতালানদের বিদায়ে যে বার্সার অনেক ফুটবলারকেই তিনি ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য আগে ভাগে পেয়ে যাচ্ছেন। ডেল বস্ক বলেন, এই খেলোয়াড়রা ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় খেলছে। তারা ফাইনাল পর্যন্ত খেলে আমাদের কোন ক্ষতি হতো না। কিন্তু এখন তারা চলে আসতে পারবে অনেক তাড়াতাড়ি। আর আমরা প্রস্তুতির জন্য অনেক বেশি সময় পাব। এটা আমাদের জন্য কিছুটা ভালই হয়েছে।
×