ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কর্মশালায় অভিমত ভূ-রাজনৈতিক কারণে সহিংস উগ্রতা বেড়েছে

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ এপ্রিল ২০১৬

কর্মশালায় অভিমত ভূ-রাজনৈতিক কারণে সহিংস উগ্রতা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ সহিংস সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। সম্প্রতি ফ্রান্স ও বেলজিয়ামে সন্ত্রাসী হামলা এ সমস্যার ভয়াবহতা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। ভূ-রাজনৈতিক কারণে সহিংস উগ্রতা বৃদ্ধি পেয়েছে। ব্লগার হত্যার ঘটনায় বাংলাদেশও এ সমস্যায় পড়েছে। বাংলাদেশে সৃষ্ট সহিংসতা, উগ্রতা ও তরুণ প্রজন্মের সহিংস সন্ত্রাসবাদে সম্পৃক্ত হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান লাভ করে ভবিষ্যতে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব। সমাজকে উগ্রবাদের থাবা থেকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশের সুশীল সমাজ, নাগরিক ও অন্যান্য সমজাতীয় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার মিরপুর পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সিট্রিমিজম এ্যান্ড এড্রেসিং ইয়ুথ রেডিক্যালিজম’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথি কলেজের রেক্টর ফাতেমা বেগম উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি অস্ট্রেলিয়ার ম্যাককুয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেরম্যান ইয়ং, একই বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি স্টাডিজ এ্যান্ড ক্রিমিওনলজি বিভাগের প্রধান ড. জুলিয়ান ড্রগান। কর্মশালায় সভাপতিত্ব করেন মিরপুর পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোঃ ইব্রাহিম ফাতেমী।
×