ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে অগ্নিকা-ের ঘটনায় আটক ৫

প্রকাশিত: ০৩:৫৭, ১২ এপ্রিল ২০১৬

ভারতে অগ্নিকা-ের ঘটনায় আটক ৫

ভারতের কেরালা রাজ্যের বন্দরনগরী কোল্লামের পুত্তিঙ্গাল মন্দিরে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে পুত্তিঙ্গাল দেবীর ওই মন্দিরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত ও প্রায় ৪শ’ জন আহত হন, খবর এনডিটিভির। বৃহস্পতিবার মালায়ালাম পঞ্জিকা অনুযায়ী কেরালায় শুরু হবে নতুন বছর। নতুন বছরের প্রথম মাস মেদাম’র প্রথম সপ্তাহজুড়ে কেরালায় বিশু উৎসব পালন করা হয়। বিশু উৎসবে অন্যতম অনুষঙ্গ হলো আলোকসজ্জা ও আতশবাজির প্রদর্শনী। বর্ষবরণ উৎসবের প্রস্তুতির মধ্যে পুত্তিঙ্গাল মন্দিরে আতশবাজির স্তূপে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণ ঘটলে বিস্ফোরণের ধাক্কায় মন্দিরের একটি ভবন ধসে পড়ে এবং আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পার্বণে যোগ দিতে হাজার হাজার হিন্দু ভক্ত রাতে ওই মন্দিরে জড়ো হয়েছিলেন। বিস্ফোরণে ভবন ধসের কারণেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনা সত্ত্বে¡ও রাজ্যটির অন্যতম প্রভাবশালী মন্দির কর্তৃপক্ষ ট্রাভানকোর দেভাস্বোম বোর্ড, যাদের নিয়ন্ত্রণে এক হাজার দু’শরও বেশি মন্দির আছে, আতশবাজির প্রদর্শনী নিষিদ্ধ করবে না বলে জানিয়েছে। সিরিয়ায় ২১ খ্রীস্টানকে হত্যা করেছে আইএস সিরিয়ার আল কারিয়াতায়িন শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা ২১ জন খ্রীস্টানকে হত্যা করেছে। গত সপ্তাহের প্রথম দিকে আইএস জঙ্গীদের হটিয়ে টাউনটি পুনর্দখল করে রুশ সমর্থিত সিরীয় বাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলো। সিরীয় অর্থোডক্স চার্চের প্রধান ফাদার দ্বিতীয় ইগনাতিয়াস আপহরেম জানান, গত আগস্টে আইএস শহরটি দখল করে নেয়ার সময় এখানে প্রায় ৩০০ খ্রীস্টান ছিল, এদের মধ্যে ২১ জনকে খুন করা হয়। নিহতদের মধ্যে তিনজন নারী। তিনি জানান, আইএসের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় পালিয়ে যাওয়ার সময় এদের কয়েকজন নিহত হন। আইএসের আইন ভাঙ্গার কারণে অন্যদের হত্যা করা হয়। এই চুক্তি অনুসারে বিশ্বাসের বাসিন্দাদের ইসলামিক আইন মেনে চলার কথা ছিল। এখনও শহরটির আরও পাঁচজন খ্রীস্টান বাসিন্দা নিখোঁজ আছেন, তারাও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খ্রীস্টান বালিকাদের আইএস দাস হিসেবে বিক্রি করার পরিকল্পনা করেছিল, এমন কথাও শোনা গেছে বলে জানিয়েছেন এই ধর্মযাজক। -ওয়েবসাইট
×