ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবিএম মূসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:০৬, ৯ এপ্রিল ২০১৬

এবিএম মূসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী  আজ

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক এবিএম মূসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এই কৃতী সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর মোহাম্মদপুর ৫/২ ইকবাল রোডে মরহুমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়স্বজন, সতীর্থ ও শুভাকাক্সক্ষীদের উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এবিএম মূসা ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৬৪ বছর তিনি সংবাদপত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। ঐ বছরই তিনি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর কর্তৃপক্ষ পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি দৈনিক সংবাদে যোগ দেন। পরে অবজারভার খুলে দেয়া হলে ১৯৫৪ সালে তিনি সেখানে ফিরে যান। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
×