ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল;###;মোহামেডান ২-০ বারিধারা

মোহামেডানের স্বস্তির জয়

প্রকাশিত: ০৬:৩৩, ৮ এপ্রিল ২০১৬

মোহামেডানের স্বস্তির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে হারের হোঁচট, দ্বিতীয় ম্যাচে জিতে সেটা কাটিয়ে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে ঐতিহ্যবাহী এই দলটি জয় পায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। ম্যাচের প্রথমার্ধে মোহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ০-২ গোলে হেরেছিল মোহামেডান। পক্ষান্তরে বারিধারার এটা টানা দ্বিতীয় হার। জিতলেও অনেক ঘাম ঝরাতে হয়েছে এই আসরের বর্তমান চাম্পিয়নদের। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় এবং ভাগ্য সহায় না হওয়াতে কাক্সিক্ষত গোলের সন্ধান পায়নি তারা। নইলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। মোহামেডান মিডফিল্ডার মাশুক মিয়া জনি ১০ মিনিটে বক্সের ওপর থেকে নেয়া দুরন্ত এক ভলিতে দলকে এগিয়ে দেন। জোরালো ভলিতে কোন সুযোগ দেয়নি বারিধারা গোলরক্ষক রাজিবকে (১-০)। মোহামেডানের গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, সজিবকে বক্সের ভেতরে ফেলে দিয়েছিলেন বারিধারা ডিফেন্ডার মনির। ইনজুরি টাইমে বক্সের ওপর থেকে নেয়া নিচু এক ফ্রি-কিকে গোল করেন মোহামেডান গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (২-০)। ফের শীর্ষে আর্জেন্টিনা স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে লিওনেল মেসির দেশ। আর দীর্ঘ পাঁচ মাস পর শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছে বেলজিয়াম। লাল-সবুজের দেশ বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত (১৭৭তম)। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২০১৫ সালের নবেম্বরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল বেলজিয়াম। তবে পাঁচ মাস পর আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। আর দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। গত বছরের অক্টোবর-নবেম্বরে অনুষ্ঠিত এই তিন ম্যাচের মধ্যে দুই ড্র ও এক ম্যাচে হেরেছিল লিওনেল মেসির দল। এই সময়েই ইউরো বাছাইপর্বে বেলজিয়াম ছিল অপ্রতিরোধ্য। তবে তারপর বাছাইপর্বে নিজেদের শেষ তিন ম্যাচেই জয় দিয়ে আবার শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। চার ধাপ এগিয়ে কলম্বিয়া উঠে এসেছে চার নম্বরে। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল একধাপ নেমে আছে সপ্তম স্থানে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন।
×