ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন ওয়ালটন ওয়ারিয়র্স

প্রকাশিত: ০৬:৩৩, ৮ এপ্রিল ২০১৬

চ্যাম্পিয়ন ওয়ালটন ওয়ারিয়র্স

স্পোর্টস রিপোর্টার ॥ হুয়া হিন ক্রিকেট সিক্সেসে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন ওয়ারিয়র্স। থাইল্যান্ডের সবচেয়ে পুরনো সৈকত নিবাস হুয়া হিনে অনুষ্ঠিত ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে ওয়ালটন। গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সেমিফাইনাল ও ফাইনালেও জয় তুলে নেয় ওয়ালটন। এর ফলে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওয়ালটন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার বিকেলের ফাইনালে চার্লটন সিসিকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে ওয়ালটন ওয়ারিয়র্স। এর আগে গ্রুপ পর্বে চার্লটন সিসিকে ৪ উইকেটে হারিয়েছিল ওয়ালটন। ফাইনাল ম্যাচে টস জিতে চার্লটন সিসিকে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন ওয়ারিয়র্স। চার্লটন সিসিকে ৪৫ রানে আটকে দেয়। এ রান তুলতে ৬ ওভারে ৩ উইকেট হারায় রানার্সআপরা। বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ১ ও ডানহাতি পেসার সুনান রুবায়েত ২ উইকেট নেন। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে শিরোপা জয় করে ওয়ালটন। মোহাম্মদ শরীফ ও ইলিয়াস সানির দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথমবারের মতো হুয়া হিন ক্রিকেট সিক্সেসে অংশ নিয়ে চমক দেখায় ওয়ালটন ওয়ারিয়র্স। ডানহাতি ব্যাটসম্যান শরীফ ২২ ও বামহাতি ব্যাটসম্যান সানি ১৬ রানে অপরাজিত থাকেন। অলরাউন্ড পারফর্মেন্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ইলিয়াস সানি। হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে তিন বিভাগে মোট ২০ দল অংশ নেয়। দুই বিভাগে বাংলাদেশ থেকে দুটি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ওয়ালটন ওয়ারিয়র্স।
×