ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালিকায় আছেন তাসকিন ও সানি, সুপার লীগ দিবারাত্রিতে সরাসরি সম্প্রচার হতে পারে

ঢাকা প্রিমিয়ার লীগ-‘প্লেয়ার্স বাই চয়েস’

প্রকাশিত: ০৬:২৮, ৮ এপ্রিল ২০১৬

ঢাকা প্রিমিয়ার লীগ-‘প্লেয়ার্স বাই চয়েস’

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন। বোলিং এ্যাকশন অবৈধ থাকায় তারা নিষিদ্ধ। তবে দেশের বোর্ড চাইলে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তারা। সেটিই হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে তারা ঘরোয়া ক্রিকেট খেলুক। সেই ধারাবাহিকতায় তাসকিন ও সানিকে রাখা হয়েছে ‘প্লেয়ার্স বাই চয়েস’ তালিকায়। তাসকিনকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও সানিকে রাখা হয়েছে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। এ মাসের ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। এই লীগে ১২ দল অংশ নেবে। এ জন্য ২১৫ ক্রিকেটারকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ‘প্লেয়ার্স বাই চয়েসে’র তালিকা করা হয়েছে। যেখানে আইপিএল খেলতে ভারতে থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে তালিকায় রাখা না হলেও তাসকিন ও সানিকে রাখা হয়েছে। আর নারী নির্যাতনের মামলা থাকায় পেসার শাহাদাত হোসেন রাজীবকে তালিকায় রাখাই হয়নি। ১০ এপ্রিল লীগের ‘প্লেয়ার্স বাই চয়েস’ অনুষ্ঠিত হবে। এ লীগের সুপার লীগের খেলাগুলো দিবারাত্রিতে করার পরিকল্পনাও হচ্ছে। এমনও হতে পারে সুপার লীগের খেলাগুলো সরাসরি সম্প্রচারও হয়ে যেতে পারে। সিসিডিএম সূত্রে এমনই জানা গেল। খেলোয়াড়দের ক্যাটাগরির সঙ্গে মূল্য তালিকাও নির্ধারণ হয়ে গেছে। আট ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে-‘আইকন-৩০ লাখ’, ‘এ প্লাস-২৫ লাখ’, ‘এ-২০ লাখ’, ‘বি প্লাস-১৫ লাখ’, ‘বি-১২ লাখ’, ‘সি-৮ লাখ’, ‘ডি-৫ লাখ’ ও ‘ই-তিন লাখ’। ক্রিকেটাররা দল পাওয়ার পর ৩০ শতাংশ, সুপার লীগের আগে ৪০ শতাংশ ও লীগ শেষ হওয়া পর ৩০ শতাংশ হারে পারিশ্রমিক পাবেন। জানা গেছে, আইকন ক্রিকেটারের তালিকায় মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও ইমরুল কায়েস থাকছেন। এ প্লাসে আরাফাত সানি, নাসির হোসেন, সৌম্য সরকার, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয় থাকছেন। এ গ্রেডের ক্রিকেটাররা হচ্ছেনÑ নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, নাঈম ইসলাম, লিটন কুমার দাস, রনি তালুকদার, শাহরিয়ার নাফিস, মোশারফ হোসেন রুবেল, শামসুর রহমান শুভ ও তাসকিন আহমেদ। বি প্লাসে আছেন জিয়াউর রহমান, অলক কাপালী, এনামুল হক জুনিয়র, ইলিয়াস সানি, আসিফ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা, তানভীর হায়দার, তাইবুর পারভেজ, মেহরাব জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, আসিফ হোসেন, আরিফুল হক, সৈকত আলী, সানজামুল ইসলাম, মার্শাল আইয়ুব, শফিউল ইসলাম, আল আমিন-২, মাহমুদুল হাসান লিমন, মুক্তার আলী, মোঃ শহীদ, তাপস বৈশ্য, তুষার ইমরান, ধীমান ঘোষ, সাকলাইন সজিব, আবুল হাসান, নাদিফ চৌধুরী, মেহেদী মারুফ, তাইজুল ইসলাম, সোহরওয়ার্দী শুভ, আল আমিন হোসেন, শরীফুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোঃ শরীফ, রকিবুল হাসান, সোহাগ গাজী, কামরুল ইসলাম। এ ক্যাটাগরি পর্যন্তই আসলে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্য। এরপর বয়সভিত্তিক দল এবং তরুণ ক্রিকেটাররাই আছেন। সঙ্গে সাবেক ক্রিকেটাররাও আছেন।
×