ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস মোকাবেলায় রাশিয়ায় নয়া বাহিনী ন্যাশনাল গার্ড

প্রকাশিত: ০৩:৫৭, ৮ এপ্রিল ২০১৬

সন্ত্রাস মোকাবেলায় রাশিয়ায় নয়া বাহিনী ন্যাশনাল গার্ড

সন্ত্রাস ও পরিকল্পিত অপরাধের বিরুদ্ধে লড়তে নতুন ন্যাশনাল গার্ড বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী দিয়েই এই নতুন ন্যাশনাল গার্ড গঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জোলোটোভ। তিনি প্রেসিডেন্টের কাছে সরাসরি প্রতিবেদন দেবেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই বাহিনী জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কাজ করবে। পেসকোভ আসছে সেপ্টেম্বরের নির্বাচনের সঙ্গে এই ন্যাশনাল গার্ড বাহিনী গঠনের কোন যোগসূত্র খারিজ করে দেন। সমালোচকরা বলছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন পুতিন। ক্রেমলিনে প্রধান নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক চলাকালে পুতিন এই ঘোষণা দিয়েছেন। পেসকোভ আরও বলেন, নির্বাহী ক্ষমতাবলে আমরা কেন্দ্রীয় নতুন বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছি।খবর বিবিসির। জলবায়ু চুক্তিতে সই করবে ১২০ দেশ বিশ্বের ১২০টির বেশি দেশ জানিয়েছে, তারা বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জাতিসংঘ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত। ফ্রান্সের পরিবেশ বিষয়ক মন্ত্রী সেগোলেন রয়্যাল বুধবার এ কথা জানিয়ে বলেন, গত বছর প্যারিসে জলবায়ু চুক্তি নিয়ে যে সমঝোতা হয় তাকে জোরালোভাবে সমর্থন দিলে আগামী ২২ এপ্রিল নিউইয়র্কে তা অনুমোদিত হতে পারে। খবর এএফপির।
×