ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান খো খোতে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৬:৩৭, ৭ এপ্রিল ২০১৬

এশিয়ান খো খোতে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে আগামী ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ।’ এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, থাইল্যান্ড ও সুদান। প্রয়োজনীয় প্রস্তুতি ও আর্থিক সীমাবদ্ধতার সময়স্বল্পতা সত্ত্বেও ভারতের পার্লামেন্ট লোকসভার স্পীকার সুমিত্রা মহাজনের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ পুরুষ ও নারী খো খো দল ইন্দোর যাবে এবং ১১ এপ্রিল বাংলাদেশ ফিরে আসবে। পুরুষ দল ॥ শেখ আব্দুর রহমান রানা (অধিনায়ক), মোহাম্মদ আলী, মিল্টন বম, ভানরামলম বম, সুনীল ত্রিপুরা, হারমোনি ত্রিপুরা, উসাই থোয়াই মারমা, মংচিংহাই মারমা, নজরুল ইসলাম, মামুন, ডালিয়ান খুম লুসাই, মোখলেসুর রহমান (সহ-অধিনায়ক), মাহাবুব আলম, ছাচিং অং চাক। মহিলা দল ॥ আরিফা, মিতু (সহ-অধিনায়ক), সালমা খাতুন, ফাতেমা-তুজ-জোহরা (অধিনায়ক), আসমা খাতুন, প্রিয়াঙ্কা আক্তার, ফারজানা আক্তার, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, হ্যাপী বেগম, সরাবান তহুরা, হাসিবা সিদ্দিকা, সুমাইয়া আক্তার, সুমাইয়া সুলতানা, শারমিন আক্তার। মার্সেল ভলিবল লীগ শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে ঢাকা ভলিবল স্টেডিয়ামে ‘মার্সেল ট্যালেন্ট হ্যান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ’ শুরু হচ্ছে। সকাল ১০টায় ৯ ক্লাব ভলিবল দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন এসএম জাহিদ হাসান (নির্বাহী পরিচালক, পলিসি, এইচআরএম এডমিন, ওয়ালটন গ্রুপ) এবং এফএম ইকবাল বিন আনোয়ার (চেয়ারম্যান, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন)। এই টুর্নামেন্টের আগের আসরে ৮ দল অংশ নিয়েছিল। এবার নতুন দুটি দল হলো বাংলাদেশ আনসার ও বিকেএসপি। জাতীয় যুব কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিবিএস কেবলস্ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ ২১) প্রতিযোগিতা’ বৃহস্পতিবার থেকে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। এতে কুমিল্লা ১ লোনাসহ ৩৫-৩০ পয়েন্টে সিলেটকে, নীলফামারী ১ লোনাসহ ৩১-২৭ পয়েন্টে ঢাকাকে, সাতক্ষীরা ২ লোনাসহ ২৮-১৭ পয়েন্টে রাজশাহীকে এবং ময়মনসিংহ ২ লোনাসহ ৩৮-৩৪ পয়েন্টে বরিশালকে হারায়। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্র্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বাংলাদেশ সপ্তম এশিয়ান দাবায় স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠানরত ‘এশিয়ান নেশন্স কাপ দাবা’য় বাংলাদেশ দাবা দল সপ্তম স্থান লাভ করেছে। বাংলাদেশ ৯ খেলায় ৫টিতে জয়ী এবং ৪টিতে হারে। তাদের পয়েন্ট ১০। নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ ০-৪ পয়েন্টে ইরানের কাছে হেরে যায়। ভারত ১৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং চীন ১৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। এশিয়ার ২১ দেশের ২৩ দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
×