ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্যান্ডারস হারালেন হিলারিকে

উইসকনসিন প্রাইমারি ॥ ক্রুজের কাছে ধরাশায়ী ট্রাম্প

প্রকাশিত: ০৬:১৯, ৭ এপ্রিল ২০১৬

উইসকনসিন প্রাইমারি ॥ ক্রুজের কাছে ধরাশায়ী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের লড়াইয়ে টেড ক্রুজ উইসকনসিন অঙ্গরাজ্যে মঙ্গলবার দলীয় প্রাইমারি ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। এতে অগ্রগামী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন লাভের পথ জটিল হয়ে পড়ল। একাই মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে বার্নি স্যান্ডারস হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিরাট বিজয় লাভ করেছেন। খবর বিবিসি ও এএফপির। রিপাবলিকান পার্টির লড়াইয়ে ট্রাম্প এগিয়ে আছেন, কিন্তু দলীয় মনোনয়ন পেতে তাকে যত সংখ্যক ডেলিগেটের সর্মন পেতে হবে, তিনি তাঁর তুলনায় কমসংখ্যক ডেলিগেটের সমর্থন পেতে পারেন বলে উদ্বেগ রয়েছে। কারণ, ক্রুজ উইসকনসিনের ৪২ রিপাবলিকান ডেলিগেটের বেশিরভাগের সমর্থন পাওয়ায় ট্রাম্প যে সরাসরি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেটের সমর্থন পাবেন, সেই সম্ভাবনা অনেক কমে গেল। এতে জুলাইতে এক কন্টেস্টেড কনভেনশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তখন ভোটাররা নন, দলীয় নেতারাই (ডেলিগেটরা) নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করতে বৈঠকে মিলিত হবেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা এরূপ কনভেনশনের ওপরই আশা রেখেছেন। উইসকনসিনের ফলাফল প্রায় নিশ্চিতভাবেই ট্রাম্পের জন্য বেশি ক্ষতিকারক হয়েছে। ধনাঢ্য স্পষ্টবাদী ট্রাম্প গত বছর অগ্রগণ্য প্রার্থী হয়ে ওঠেন, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে গর্ভপাত, ন্যাটো ও পরমাণু অস্ত্র নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে প্রচার অভিযানে বিপর্যয়ের মুখে পড়েন। ক্রুজ মঙ্গলবার মিলওয়াকিতে সমর্থকদের উদ্দেশে বলেন, আজ রাত এক টার্নিং পয়েন্ট। এটি আমেরিকার জনগণের উদ্দেশে এক সমর্থনের ডাক। আমরা জয়ী হচ্ছি, কারণ আমরা রিপাবলিকান পার্টিকে ঐক্যবদ্ধ করছি। ক্রুজ সরাসরি মনোনয়ন লাভের মতো যথেষ্টসংখ্যক ডেলিগেটের সমর্থন পাবেন বলে দেখা যায় না, কিন্তু রিপাবলিকান পার্টির নেতারা ট্রাম্পকে পরাস্ত করার আশায় টেক্সাস সিনেটর ক্রুজের সঙ্গে কাজ করছেন। ট্রাম্প মঙ্গলবার বলেন, এ পরাজয় সত্ত্বেও তিনিই জয়ী হবেন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করেন। ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃতিতে বলেছে, টেড ক্রুজ একটি পুতুলের চেয়েও অধম- তিনি এক ট্রজান হর্স। কারণ তিনি ট্রাম্পের কাছ থেকে মনোনয়ন চুরি করে নিতে তৎপর দলীয় বসদের হাতে ব্যবহৃত হচ্ছেন। দলীয় নেতারা উদ্বিগ্ন যে, ট্রাম্প সাধারণ নির্বাচনে খুবই দুর্বল প্রার্থী হবেন এবং ভোটাভুটিতে অন্যান্য রিপাবলিকান কংগ্রেস সদস্যের জন্যও ক্ষতির কারণ হতে পারেন। ট্রাম্প মঙ্গলবার বিপর্যয়ের মুখে পড়লেও তার প্রচার শিবিরের জন্য ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট সময় রয়েছে। এখন উত্তর-পূর্বাঞ্চলীয় বড় অঙ্গরাজ্যগুলোতে প্রচার শুরু হবে। সেখানে ট্রাম্প বেশ এগিয়ে আছে বলে জরিপে দেখা যায়। এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে প্রাইমারি ভোটে স্যান্ডারসের হাতে হিলারির পরাজয় নিউইয়র্ক ও পেনসিলভানিয়ার আগামী বড় বড় লড়াইয়ের আগে ভারমন্টের সিনেটরের মনোবল বাড়িয়ে দিয়েছে। ওয়াইওমিংয়ে সমর্থকদের উদ্দেশে স্যান্ডারস বলেন, এ প্রচার অভিযান কোটি কোটি আমেরিকানকে কর্মশক্তি ও উৎসাহ যোগাচ্ছে। ওয়াইওমিংয়ে শনিবার ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হবে। স্যান্ডারস বলেন, তার উদ্দীপনা ক্যালিফোর্নিয়া ওরেগন ও অন্যান্য অঙ্গরাজ্যে জয়ী হওয়ার এক চমৎকার সুযোগ দিচ্ছে। তিনি ঘোষণা করেন বিজয়ের দিকে, হোয়াইট হাউসের দিকে আমাদের এক পথ খোলা রয়েছে। কিন্তু স্যান্ডারসের তুলনায় হিলারির পক্ষেই বেশি সংখ্যক ডেলিগেট রয়েছেন এবং হিলারি সম্প্রতি কয়েকটি প্রাইমারিতে হারলেও তিনিই শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হবেন বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন।সিএনএনের হিসাবে ট্রাম্পের হাতে ৭৪০, ক্রুজের হাতে ৪৭৪ ও ক্যাসিকের হাতে ১৪৫ ডেলিগেট রয়েছেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে হলে কোন প্রার্থীর লাগবে ১,২৩৭ ডেলিগেটের সমর্থন। হিলারির পক্ষে রয়েছেন ১,৭৪২ এবং স্যান্ডারসের পক্ষে ১,০৫১ ডেলিগেট। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেতে কোন প্রার্থীর চাই ২,৩৮৩ ডেলিগেটের সমর্থন।
×