ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ক্ষতি ২৪ ট্রিলিয়নে উন্নীত হতে পারে

জলবায়ু পরিবর্তনে ক্ষতি হবে ২.৫ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৫:০৫, ৬ এপ্রিল ২০১৬

জলবায়ু পরিবর্তনে ক্ষতি হবে ২.৫ ট্রিলিয়ন ডলার

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে দুই লাখ ৫০ হাজার কোটি ডলার মূল্যের আর্থিক সম্পদের ক্ষতি হতে পারে। অর্থনৈতিক মডেলের প্রথম গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কোম্পানিগুলো ও অর্থনীতির আর্থিক ক্ষতি ২৪ ট্রিলিয়নের উন্নীত হতে পারে। এটি বিশ্ব সম্পদের ১৭ শতাংশ এবং এতে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। খবর এএফপি ও গার্ডিয়ানের। জলবায়ু বিষয়ক অর্থনীতিবিদরা সোমবার প্রকাশিত গবেষণায় সতর্ক করে বলেছেন, ২১০০ সালের মধ্যে বৈষ্ণিক উষ্ণায়ণের প্রভাবে লাখ লাখ কোটি ডলার মূল্যের সম্পদ হুমকির মধ্যে পড়তে পারে। ২১০০ সালের মধ্যে তাপমাত্রা যদি শিল্প বিপ্লবের আগের সময়ের চেয়ে বেড়ে ২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে তাহলে দুই লাখ ৫০ হাজার কোটি ডলার মূল্যের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে। এটি জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর বর্তমান বিনিয়োগের অর্ধেকের সমান। এমনকি যদি গত বছরের ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বের ১৯৫টি দেশের সাম্প্রতিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে যায়, তাহলেও এক লাখ ৭০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ ঝুঁকির মধ্যে থাকবে। ১৮৫০ সালে শিল্প-বিপ্লবের শুরু থেকে বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেছে। তাই গবেষকদের আশঙ্কা, ২১০০ সালের মধ্যে তাপমাত্রা ২ ডিগ্রী কমানোর লক্ষ্যমাত্রা বিফল হবে। জলবায়ু গবেষণার ভিত্তিতে বড়জোর দেড় ডিগ্রীর সীমা ধরে রাখার চেষ্টা করা উচিত বলে মনে করেন সমালোচকরা। নতুন এই গবেষণার ফলাফল নেচার ক্লাইমেট জার্নালে সোমবার প্রকাশিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বাড়বে, ঘূর্ণিঝড় আর প্লাবনে দ্বীপ ও উপকূল বিপদগ্রস্ত হবে। ব্যাপক এলাকা পানির নিচে ডুবে যেতে পারে। শহর ও শিল্পকেন্দ্রগুলোও রেহাই পাবে না। এ সবের ফলে বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। তেল, কয়লা ও গ্যাসের ওপর বিনিয়োগ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এতে দেখা গেছে যে, এসব বিনিয়োগ হারিয়ে যাবে যদি তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য পূরণে মানবজাতি জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করে নবায়নযোগ্য জ্বালানির দিকে দৃষ্টি দেয়। নতুন গবেষণায় প্রথমবারের মতো আর্থিক সম্পদ মূল্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
×