ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রধানের সতর্কবাণী

ইইউর ত্যাগের পক্ষে ব্রিটিশ ভোট ব্লকের পতন ঘটাবে

প্রকাশিত: ০৪:০৫, ৫ এপ্রিল ২০১৬

ইইউর ত্যাগের পক্ষে ব্রিটিশ ভোট ব্লকের পতন ঘটাবে

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলে মহাদেশীয় ব্লকটি ভিতর থেকে ভেঙ্গে পড়বে এবং অর্থনৈতিক ধস থেকে ইউরোপকে পুনরুদ্ধারে আবারও হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসই) এক শীর্ষ কর্মকর্তা এ দাবি করেছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। এলএসই’র প্রধান কর্মকর্তা জেভিয়ার রোলেট বলেছেন, যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে যবনিকা ঘটবে ইইউর। তিনি ডেইলি টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাতকারে বলেন, এ ধরনের কিছু ঘটলে তা হবে বিপর্যয়কর। ইউরোপে যুক্তরাজ্যের থাকার পক্ষে প্রচার অভিযান চালানোর প্রতি সমর্থন প্রকাশ করে ফেব্রুয়ারিতে বহুল আলোচিত চিঠিতে যে ২শ’ ব্যবসায়ী স্বাক্ষর করেছেন রোলেট তাদের মধ্যে একজন। তিনি বলেন, আমি মনে করি, তাহবে এক ভূরাজনৈতিক ঘটনা যা ইইউ’র বাইরে আলোড়ন তুলবে। আমার বিশ্বাস এটা যুক্তরাজ্যের অর্থনীতির জন্য এক বিপর্যয় ডেকে আনবে এবং সংস্থাভুক্ত কোন দেশের কারও জন্য শুভ বয়ে অসবে না। ব্রিটেন ইইউ ত্যাগ করলে ইউরোপের শক্তিশালী উত্তরাঞ্চল ও অত্যন্ত ঋণগ্রস্ত, দুর্বল দক্ষিণাঞ্চল যেমন আছে তেমনই থেকে যাবে। ২৩ জুন অনুষ্ঠেয় যুক্তরাজ্যের ইইউ গণভোটের প্রস্তুতি পর্বে ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জের (এফটিএসই) ১শ’টি কোম্পানির প্রধান নির্বাহীদের কাছ থেকে এ পর্যন্ত যেসব মন্তব্য পাওয়া গেছে সেগুলোর মধ্যে রোলেটের মন্তব্য সবচেয়ে স্পষ্ট। তিনি বলেন, ব্রিটেনের ইইউ ত্যাগ বর্তমান ভূরাজনৈতিক আনুগত্যের এক বড় পরিবর্তন নিয়ে আসবে। এর মানে সুবিধা তৈরি হবে রাশিয়ার জন্য এবং চীন, যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়ন করবে। এর মানে দাঁড়াবে, যুক্তরাষ্ট্র আবারও ইউরোপের দিকে ফিরবে এবং হস্তক্ষেপ করবে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সহযোগিতার লক্ষ্যে গৃহীত মার্শাল পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রখর দৃষ্টি পড়বে আবারও। যুক্তরাষ্ট্র কী করবে বলে তিনি মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি পরিহাসের সঙ্গে বলেন, হ্যাঁ ভাল তারা তো ট্যাঙ্ক পাঠাতে যাচ্ছেন না। তারা শান্তির জন্য ইউরোপকে গত ৭০ বছর ধরে সমর্থন যুগিয়ে এসেছেন। এ ব্যাপারে আপনারা কিছু একটা করবেন। আপনারা এক পরাশক্তি এবং তাই ইইউকে ভেঙ্গে দিতে পারেন না। তিনি সাক্ষাতকারে বলেন, কীভাবে ভোট দিতে হবে তা ভোটারদের বলা কোন ব্যবসার ভূমিকা নয়। কিন্তু ব্যবসীর জন্য এটা বলাও অন্যায় নয় যে, যদি এটি ঘটেই তা হলে এর পরিণাম সেটিই হবে বলে আমরা মনে করি।
×