ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৬:২৬, ১৮ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর জন্মদিনে সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনে সারাদেশে সরকারী হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেয়া হয়। একই সঙ্গে হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রাজধানীর বেশ কয়েকটি সরকারী হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালের বহির্বিভাগে ২১৬ জন রোগীকে বিনামূল্যে সেবা দেয়া হয়েছে। দুপুরে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে সকালে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের উ™ে^াধন করেন। এ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৫২৮ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেয়া হয়। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩২৬০ জন, সার্জারি অনুষদে ১৯৭৮ জন এবং ডেন্টাল অনুষদে ২৯০ জন রোগীকে এ সেবা দেয়া হয়। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ৪২টি বিভাগের ৫১ জন অধ্যাপক, ৩৫ জন সহযোগী অধ্যাপক, ৪১ জন সহকারী অধ্যাপক, ২৪০ জন মেডিক্যাল অফিসারসহ কর্মকর্তা, নার্স, কর্মচারী ও আনসারবৃন্দ অংশ নেন। ঢাকা শিশু হাসপাতালে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এই সেবা কার্যক্রমে অধ্যাপক এএস এম নওশাদ উদ্দিন আহমেদ, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এইচ এস কে আলমসহ অন্যান্য মেডিসিন ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক অংশ নেন। এ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মনজুর হোসেন জনকণ্ঠকে জানান, এ সেবা কার্যক্রমের মাধ্যমে তিন শতাধিক রোগী সেবা পেয়েছে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চলা এই কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়। রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে আমরা সবাই তৃপ্তি পেয়েছি বলে জানান অধ্যাপক ডাঃ মনজুর হোসেন।
×