ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫০, ১৭ মার্চ ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১.উমর ইবনে আব্দুল আযিয কত বছর খিলাফতে অধিষ্ঠিত ছিলেন? ক) আড়াই বছর খ) সাড়ে তিন বছর গ) সাড়ে চার বছর ঘ) সাড়ে পাঁচ বছর ২. কোন ইবাদতটির মাধ্যমে মুসলমানগণ সকল গুনাহ থেকে মাফ পায়? ক) রোজা খ) নামাজ গ) হজ ঘ) যাকাত ৩. মিম সাকিনের নিয়ম কয়টি? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৪. আকাইদ শব্দটি- ক) একবচন খ) দ্বিবচন গ) বহুবচন ঘ) নামবচন ৫. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৬. ভ্রাতৃত্ববোধ বলতে বোঝায়Ñ র. ঔরসজাত রর. ইসলামী ভ্রাতৃত্ব ররর. বিশ্ব ভ্রাতৃত্ব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. ফকিরকে বাংলায় কী বলা হয়? ক) মিসকিন খ) মুসাফির গ) অসহায় ঘ) গরিব ৮. মদিনায় হিজরতের পর কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেনÑ র. আবু বকর (রা) রর. উমর (রা) ররর. বিলাল (রা) নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৯. চৌর্য অর্থ কী? ক) অপহরণ খ) বিশৃঙ্খলা গ) হিংসা ঘ) ঘৃণা ১০. আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়? ক) সগীরা খ) কিতাব গ) সাদিক ঘ) সহিফা ১১. মাক্কি সুরার বিষয়বস্তু হলোÑ র. তাওহিদ রর. রিসালাত ররর. হালাল-হারাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১২. নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টি? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ১৩. হজের ফলে মানুষের মনে কীসের ধারণা জন্মায়? ক) সাম্যের খ) হিংসার গ) বিভেদের ঘ) অরাজকতার ১৪. হযরত ইসমাঈল (আ)-এর জায়গায় কী কুরবানি হয়েছিল? ক) গরু খ) ছাগল গ) দুম্বা ঘ) উট ১৫. মদিনায় হিজরতের সময় মহানবী (সা)-এর বাণী আমাদের শিক্ষা দেয়Ñ র. দেশের প্রতি ভালোবাসা রর. দেশ থেকে পালিয়ে যাওয়া ররর. দেশের জন্য মায়া নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৬. সবরের বিপরীত বাংলা শব্দ কী? ক) অধৈর্য খ) অশ্লীলতা গ) অবিশ্বাস ঘ) অনাচার ১৭. ইদগাম শব্দের অর্থ কী? ক) গোপন করে পড়া খ) মিলিয়ে পড়া গ) স্পষ্ট করে পড়া ঘ) জোরে পড়া ১৮. হজ কোন ভাষার শব্দ? ক) আরবি খ) ফারসি গ) বাংলা ঘ) ফরাসি ১৯. হযরত ইবরাহিম (আ) কোথায় জন্মগ্রহণ করেন? ক) আরবে খ) মিসরে গ) ইরাকে ঘ) সিরিয়ায় ২০. তাসনিন ইখফা সম্পর্কে পড়েছে। সে ইখফার কয়টি হরফ জেনেছে? ক) ১২টি খ) ১৩টি গ) ১৪টি ঘ) ১৫টি ২১. হযরত মুসা (আ) কত বছর বয়সে ইন্তেকাল করেন? ক) ১১০ খ) ১২০ গ) ১৩০ ঘ) ১৪০ ২২. ‘ফি সাবিলিল্লাহ‘ অর্থ কী? ক) আল্লাহর পথে খ) রাসূলের পথে গ) কুরআনের পথে ঘ) সৎপথে ২৩. ইসলামের মৌলিক বিষয় কয়টি? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ২৪. রাবেয়া বসরি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? ক) ৮০১ খ) ৮০২ গ) ৮০৩ ঘ) ৮০৪ ২৫. সূরা আল কাদরের আয়াত সংখ্যা কতটি? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ২৬. চুরি করা ইসলামের দৃষ্টিতে কী? ক) নিন্দনীয় খ) মাকরূহ গ) হারাম ঘ) মুবাহ ২৭. সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠের রীতিকে- ক) মাখরাজ বলে খ) সিফাত বলে গ) তাজবিদ বলে ঘ) ব্যাকরণ বলে ২৮. ‘আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম’- এটি কোন সুরার আয়াত? ক) নিসা খ) নূর গ) সাবা ঘ) নাস ২৯. মানবতার মহান শিক্ষক কে ছিলেন? ক) মুহম্মদ (সা) খ) আবু বকর (রা) গ) উমর (রা) ঘ) আলী (রা) ৩০. অহঙ্কার কার ভূষণ? ক) আল্লাহর খ) ইবলিসের গ) ফেরেশতাদের ঘ) নবীদের ৩১. নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে কী বলে? ক) লোভ খ) অহঙ্কার গ) অশ্লীলতা ঘ) হিংসা ৩২. হযরত সুলাইমান (আ)-এর প্রজ্ঞা ও ধীশক্তি কেমন ছিল? ক) অতীব প্রখর খ) সাধারণ গ) মোটামুটি ঘ) বেশ ভালো ৩৩. পুরো কুরআন কত বছরে নাযিল হয়? ক) ২৩ খ) ২৪ গ) ২৫ ঘ) ২৬ ৩৪. কুরআন শব্দের অর্থ কী? ক) পাঠ করা খ) পড়া গ) পাঠকারী ঘ) পঠিত ৩৫. মাথা মুড়ানো বা চুল ছাঁটা হজের- ক) ফরজ খ) ওয়াজিব গ) সুন্নত ঘ) মুস্তাহাব ৩৬. সন্ত্রাস প্রতিরোধে ইসলাম সাধারণত কয় প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩৭. পরকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি ৩৮. ‘ইসমুল মুখাসামা’ অর্থ- ক) বিধিবিধান খ) বিতর্ক শাস্ত্র গ) পরকাল সংক্রান্ত বিজ্ঞান ঘ) ফিকহ শাস্ত্র ৩৯. সমাজসেবার অন্তর্ভুক্ত হলো- র. সামাজিক নিরাপত্তা রক্ষা রর. পরস্পরের দ্বন্দ্ব মেটানো ররর. সন্তানকে শিক্ষাদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৪০. ইসলামে কাদের ঘুষ আদান প্রদান না করার বিশেষ নির্দেশ দিয়েছে? ক) মুমিনদের খ) পীরদের গ) আউলিয়াদের ঘ) শিক্ষকদের ৪১.আনসার ও মুহাজির ভ্রাতৃবন্ধনের ফলাফল কী? ক) মুসলমানদের শক্তি বৃদ্ধি খ) অর্থনৈতিক সমতা আনয়ন গ) মক্কা বিজয় ঘ) মুসলমানদের বিশ্ব শাসন সঠিক উত্তর : ১. (ক) ২. (গ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১.
×