ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্দেহভাজন এক সন্ত্রাসী গুলিতে নিহত, চার পুলিশ আহত

ব্রাসেলসে বেলজীয় ও ফরাসী পুলিশের যৌথ অভিযান

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৬

ব্রাসেলসে বেলজীয় ও ফরাসী পুলিশের যৌথ অভিযান

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার বেলজিয়াম ও ফরাসী পুলিশের বড় ধরনের যৌথ অভিযানে এক সন্দেহভাজন বন্দুকধারী গুলিতে নিহত এবং চার পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশের অবস্থা গুরুতর। এছাড়া দুই সন্দেহভাজন সন্ত্রাসী পালিয়ে গেছে। এ ঘটনার পর শহরটিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। গত বছরের নবেম্বরে প্যারিস হামলার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন অভিযুক্তকে ধরতে একটি এ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে এই যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালায় পুলিশ। খবর এএফপি, বিবিসি ও গার্ডিয়ানের। অভিযান চলার সময় রাজধানী ব্রাসেলসের দক্ষিণে ফরেস্ট এলাকা বন্ধ করে দেয়া হয়। এ সময় ওই এলাকায় আন্তর্জাতিক রেললাইনে রেল চলাচল ও চারটি স্কুল বন্ধ করে দেয়া হয়। এ্যাপার্টমেন্টে প্রাথমিক অভিযান শেষে পুরো এলাকা আটকে তল্লাশি চালায় পুলিশ। এ অভিযানের কারণ ব্যাখ্যা করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন, গত বছরের প্যারিস হামলা নিয়ে চলা তদন্তের সঙ্গে এ তল্লাশির সম্পর্ক আছে এবং এ তল্লাশি চালাতে গিয়ে আমাদের চার কর্মকর্তা আহত হয়েছেনে। অভিযান চলার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের গুলিতে একজন মারা যায়। তার হাতে একটি কালাশনিকভ রাইফেল ছিল। তবে সে প্যারিস হামলার ফেরারি আসামি সালেহ আব্দেসালাম নন। স্থানীয় সময় বেলা আড়াইটা থেকে এ অভিযান শুরু হয়। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বরাতে জানা গেছে, পুলিশের ওপর ভারি অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। প্রথমবারের গোলাগুলিতেই বেলজিয়ামের তিন পুলিশ আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার কানে ও মাথায় গুলি লেগেছে। এর দুই ঘণ্টা পর আরেক দফা গোলাগুলি হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকেও গুলির শব্দ শোনা গেছে। এ অভিযানে মোট চারজন পুলিশ আহত হয়।
×