ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক, ব্যাখ্যা চাইল লোকসভা

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ মার্চ ২০১৬

রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক, ব্যাখ্যা চাইল লোকসভা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সময় যুক্তরাজ্য এক কোম্পানির কাগজপত্রে নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন কি-না, তার ব্যাখ্যা প্রদানে নোটিস দিয়েছে ভারতীয় লোকসভায় আচরণবিরোধী কমিটি। খবর এনটিভি। লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন পার্লামেন্ট সদস্য মহেশগিরির একটি অভিযোগ পার্লামেন্টের আচরণবিধি কমিটিতে পাঠিয়েছেন। এ কমিটি প্রধানের দায়িত্বে রয়েছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা এল কে আদভানি। ১১ সদস্যবিশিষ্ট কমিটি অভিযোগের জবাব দিতে একটি নোটিস পাঠিয়েছে রাহুল গান্ধীর কাছে। অভিযোগটি পার্লামেন্টারি প্যানেল পাঠানোর আগে রাহুল গান্ধীর ভাষ্যের জন্য তার কাছে না পাঠিয়ে স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগ এনেছেন কংগ্রেস নেতারা। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী নবেম্বরে এক অভিযোগে বলেন, তার কাছে অনেক প্রমাণ রয়েছে যে, রাহুল গান্ধী (৪৫) যুক্তরাজ্যে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে নিজেকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেন। স্বামী বলেন, দলিল অনুযায়ী এ কংগ্রেস নেতা কোম্পানির পরিচালক ও সেক্রেটারি ছিলেন। দলিলে দেখা যায়, রাহুল ২০০৫ ও ২০০৬ সালে যুক্তরাজ্যভিত্তিক ব্যাকোপস লিমিটেডের বাৎসরিক রিটার্নে নিজেকে ব্রিটিশ বলে উল্লেখ করেছেন। কিন্তু কংগ্রেস নেতারা একাই কোম্পানির অন্য একটি দলিল প্রকাশ করেছে। এ দলিলে রাহুল নিজেকে ভারতীয় বলে উল্লেখ করেছেন।
×