ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চেলসির লজ্জাজনক বিদায়

প্রকাশিত: ০৪:৫২, ১৪ মার্চ ২০১৬

চেলসির লজ্জাজনক বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপ থেকে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছে চেলসি। শনিবার এভারটনের কাছে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে গাস হিডিঙ্কের শিষ্যরা। আর এই ম্যাচেই ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন দিয়েগো কোস্তা। এফএ কাপের শেষ আটের লড়াইয়ে এভারটনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় গ্যারেথ ব্যারেকে কামড়ে দিয়ে লাল কার্ড দেখেন তিনি। আর কোস্তার এমন দুঃসময়েই জ্বলে উঠলেন এভারটের তারকা ফুটবলার রোমেলু লুকাকু। সাবেক এই চেলসির তারকা ফুটবলার লুকাকুর জোড়া গোলের সৌজন্যেই চেলসিকে সহজে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে এভারটন। শনিবার গডিসন পার্কে সেমিতে যাওয়ার লড়াইয়ে খেলতে নামে দুই দল। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। যে কারণে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। আর ম্যাচের ৭৭ ও ৮২ মিনিটে সাবেক ক্লাব চেলসির জালে জোড়া গোল করে নিজের জাত চেনান লুকাকু। তবে ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখনই এক অঘটনের জন্ম দেন চেলসির স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কোস্তা। এভারটন ফুটবলার গ্যারেথ ব্যারেকে কামড়ে দেন তিনি। এর ফলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। আর ৮৭ মিনিটে এভারটন ফুটবলার গ্যারেথ ব্যারে দ্বিতীয়বার ফাউল করলে তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠা ছাড়া করেন ম্যাচ রেফারি। তবে এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলেও কঠিন শাস্তির মুখে পড়তে পারেন কোস্তা। কেননা এর আগে লিভারপুলের সাবেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজও কামড় কা-ের জন্য বড় ধরনের শাস্তি ভোগ করেছিলেন। যদিওবা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দিয়েগো কোস্তা গ্যারেথ ব্যারেকে কামড়ানোর বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে এক বিবৃতিতে চেলসি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, ‘কোস্তা ম্যাচের শেষে কথা বলেছে এবং এ বিষয়ে সে খুবই দুঃখ প্রকাশ করেছে। সে গ্যারেথ ব্যারেকে না কামড়ানোর বিষয়টিও সুস্পষ্ট করে বলেছে।’ ম্যাচ শেষে ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচ গাস হিডিঙ্কও কোস্তার সমর্থন করেছেন। বলেছেন তার খেলোয়াড়ের কোন ধরনের দোষ নেই। তাহলে কী শাস্তি থেকে মুক্তি পাবেন দুর্দান্ত ফর্মে থাকা সাবেক এ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার? তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা এ বিষয়টি নিয়ে এফএ এখন নির্ভর করছে ম্যাচ রেফারি অলিভারের ওপর। তার সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই কোস্তার শাস্তির বিষয়টি নির্ভর করছে। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু চলতি মৌসুমে একেবারেই নিষ্প্রভ তারা। এখন পর্যন্ত তিন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে চেলসি। আর ইংলিশ প্রিমিয়ার লীগেও ছন্দে নেই তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের ১০ নাম্বারে অবস্থান করছে গত আসরের শিরোপাজয়ীরা। পারফর্মেন্সের বাজে অবস্থার কারণেই অভিজ্ঞ কোচ জোশে মরিনহোকে বরখাস্ত করে চেলসি।
×