ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুপস্থিত ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত

চট্টগ্রামে বাফুফের ইজিএমে নিন্দা প্রস্তাব

প্রকাশিত: ০৬:০৪, ১৩ মার্চ ২০১৬

চট্টগ্রামে বাফুফের ইজিএমে নিন্দা প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ঢাকার বাইরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিশেষ সাধারণ সভা (ইজিএম)। এটি চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে ইজিএম করা নিয়ে ফেডারেশনেরই অনেক কর্মকর্তাদের আপত্তি ছিল। ফেডারেশনের একাংশের আপত্তির মধ্য দিয়েই শনিবার এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাফুফের গত তিন বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। সেই সঙ্গে উঠে আসে বাফুফের একাংশের আপত্তির বিষয়টি। এ বিষয়ে সভায় নিন্দা প্রস্তাবও গৃহীত হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বাফুফে একটি সর্বজনীন প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে তাদের সভা করার সুযোগ আছে। এটি প্রত্যেক জায়গায় হতে পারে। এবার চট্টগ্রামে হলো।’ এ বিষয়ে ফেডারেশনের একাংশের আপত্তির বিষয়ে আ জ ম নাছির বলেন, ‘যারা ফুটবলের ভাল চান, তাদের উচিত ছিল ফোরামে এসে কথা বলা। কিন্তু তারা এটি না করে বাইরে আপত্তিকর কথা বলছে। এটাকে গণতান্ত্রিক আচরণ বলে না। একমাস আগে প্রত্যেক প্রতিনিধিকে প্রতিবেদন পাঠানো হয়েছে। তাদের লিখিতভাবে আপত্তি জানানোর সুযোগ ছিল।’ বাদল রায় বলেন, বাংলাদেশের সব জায়গায় ফেডারেশনের সভা হতে পারে। কিছু লোক ফোরামের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে না এসে ঢাকায় বসে আপত্তিকর কথা বলছে। আমরা এটা নিয়ে সভায় আলোচনা করেছি। এ বিষয়ে সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। যারা আপত্তিকর কথা বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ সম্পূর্ণ নীতি-নৈতিকতার বিরুদ্ধে তারা এ কাজটি করেছেন। এটা বাফুফের কোড অব কনডাক্ট বিরোধী।’ সালাম মুর্শেদী বলেন, ‘সভায় অর্থ প্রতিবেদন পাস হয়। তিন বছরের অর্থ প্রতিবেদন অনুমোদন দেয়া হয়েছে। দু’চারজন ব্যক্তি যারা মিডিয়ায় কথা বলছে এটা বাফুফের কোড অব কনডাক্টের বাইরে।’ উল্লেখ্য, শনিবার বাফুফের ইজিএমে ঢাকার শেখ জামাল ধানম-ি, ঢাকা মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘসহ বেশ কটি ক্লাব যোগ দেয়নি। তারা ঢাকায় একটি পাঁচ তারা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাফুফেতে পরিবর্তনের আহ্বান জানায়। বাজেট পাসের নিন্দা জানায়। সেই সঙ্গে ‘ফুটবল বাঁচাও’ সেøাগান দিয়ে বাফুফের আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনকে প্রত্যাখ্যান করার আহ্বানও জানায়। সম্মেলনে আগত সাবেক জাতীয় ফুটবলার ও প্রখ্যাত ফুটবল সংগঠকরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে বাফুফে।
×