ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চমক সৃষ্টি হলো এক লাখ দর্শনার্থীর আগমনে

প্রকাশিত: ০৬:০৬, ১২ মার্চ ২০১৬

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চমক সৃষ্টি হলো এক লাখ দর্শনার্থীর আগমনে

এবারই প্রথম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬ সম্মেলনে চমক সৃষ্টি করল ১ লাখ দর্শনার্থীর আগমনের কারণে। জিএসএম প্রতিবেদনে বলা হয় গত বছর থেকে প্রায় ৬ ভাগ বেশি লোকের আগমন ঘটেছে। ইএসএল এক্সপো বারসেনোলা অনুষ্ঠিত হচ্ছিল যখন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলন চলছিল। সপ্তাহ শেষে প্রায় অতিরিক্ত চার হাজার দর্শনার্থী এই সম্মেলনে যোগদান করেন। পৃথিবীর ২০৪ দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে আসেন। যার মধ্যে মোবাইল পরিচালনকারী প্রতিষ্ঠান ও মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বড় নামকরা সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬। বারসেলোনায় প্রায় ২২০০ প্রদর্শনীর আয়োজন করা হয়। যার মধ্যে ছিল মোবাইল সেটের প্রদর্শনী। নতুন ফিচার সফটওয়ার ও সহায়ক যন্ত্রাংশ। সেই সঙ্গে ছিল পৃথিবীখ্যাত আইটি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য। প্রায় এক লাখ দশ হাজার স্কয়ার জায়গাজুড়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যার মধ্যে সেবা প্রদানের স্থান আন্তর্জাতিক গণমাধ্যমের প্রায় ৩৬০০ জন প্রতিনিধি এই কংগ্রেসে যোগদান করতে আসেন। জন হাফম্যান তিনি জিএসএসের প্রধান নির্বাহী তিনি তার এক বক্তব্যে বলেন যে এই সম্মেলনে এই প্রথম প্রায় ১ লাখ দর্শনার্থী অংশগ্রহণ করেন। তবে এর পিছনে একটা কারণ ছিল। প্রথমেই আমরা একটা পরিকল্পনা করি যেন সম্মেলনটা শুধু বক্তব্যতে আটকে না থাকে। আমরা এটাকে বহু মাত্রা দেয়ার চেষ্টা করেছি। যার ফলে প্রতিদিন দর্শনার্থী বেড়েছে। আমরা পৃথিবীখ্যাত আইটি উদ্যোক্তাদের নিয়ে গল্প বানাবার চেষ্টা করেছি। তাদের জীবনে সাফল্য গল্প খুব সরল ভাষায় উপস্থাপন করেছেন জগতখ্যাত পরিচিত উদ্যোক্তারা। চার দিনব্যাপী সম্মেলনে প্রদর্শিত হয়েছে পৃথিবী দাপিরে বেড়ানো সব মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবিষ্কৃত নতুন আনকোরা মোবাইল ফোন বিষয়ক পণ্যগুলো। সেই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা ও পরিবেশবান্ধব পণ্যগুলোর দিকে বেশি মনোযোগ দিয়েছেন দর্শনার্থীরা। এছাড়াও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ, মোবাইল ওপারেটর প্রতিষ্ঠানসমূহ, সফটওয়ার তৈরিকারী প্রতিষ্ঠানসমূহ, যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন দেশের সরকারী গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা। এই সম্মেলনে ১৩ হাজার খ-কালীন চাকরির সুযোগ সৃষ্টি হয়। ৪৬০ মিলিয়ন ইউরোর চুক্তি সই হয়। প্রায় ৫ হাজার বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও যোগদান করেন। এছাড়াও এবারের আর একটি মুখ্য বিষয় ছিল মহিলাদের অংশগ্রহণ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেম ২০১৬ শুরু হয় স্পেনের বারসোনোলায় ২২ ফেব্রুয়ারি সোমবার আর শেষ হয় ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সূত্র : মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ওয়েবসাইট থেকে
×