ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে কাল ‘শিখণ্ডী কথা’

প্রকাশিত: ০৫:৪০, ১২ মার্চ ২০১৬

ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে কাল ‘শিখণ্ডী কথা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে নবনির্মিত মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত মাসব্যাপী ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ‘শিখন্ডী কথা’। ওইদিন নাটকের ১৬২তম মঞ্চায়ন হবে বলে জানা গেছে। বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ দুঃখ কথামালায় গাথা গবেষণা নাট্য ‘শিখন্ডী কথা’ রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন। এই মহিলা সমিতি মঞ্চে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর ‘শিখন্ডী কথা’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। ‘শিখন্ডী কথা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মীর জাহিদ হাসান, আনন জামান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান হাবিব, মোঃ শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, সাথী, সামিউল জীবন, তৌহিদুর রহমান শিশির, সামসুল আলম, রাসেল আহমেদ, রিফাত হোসেন জুয়েল, আসাদুজ্জামান রাফিন, রাজিব হোসেন, কানিজ ফাতেমা লিসা, তন্বি আচার্য ও আরাফাত। নাটকের পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মলিক, সূচনা সঙ্গীত ইউসুফ হাসান অর্ক, আবহ সঙ্গীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফী রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়। ‘শিখন্ডী কথা’ নাটকে যাকে নিয়ে কাহিনী, যার সুখ দুঃখ কথা ফুল হয়ে ফুটে উঠবে নটনটীদের অঙ্গে উপাঙ্গে শাখা প্রশাখায়, যার বেদনা গীত হবে সে এখন মায়ের গর্ভে বাঁকানো ত্বকের ছইয়ের নিচে ছোট্ট ভ্রুণ। এ ভ্রুণ জানে না কৈশরে সে পরিবার থেকে বিতাড়িত হবে, যৌবনে তার কামনা বাসনা পচবে গলবে নিজের ভেতরে, এক ভয়ানক বেদনায় নিজেকেই নিজে খুন করবার জন্য উন্মাদ হয়ে উঠবে, জীবন যন্ত্রণায় দগ্ধ হয়ে এ ভ্রুণ একদিন ঈশ্বরের মুখোমুখি দাঁড়াবে। এ ভ্রুণ সমাজের সভ্যজনদের সমবেত করে পরনের কাপড় টুকরো টুকরো করে ছিঁড়বে এই জনমে। এ নাট্যকথার ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্ম গ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। নাম হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে। এই লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ দুঃখ নিয়েই নাট্য ‘শিখন্ডী কথা’। লিঙ্গ প্রতিবন্ধীরা নারী না হোক, পুরুষ না হোক একজন স্বাভাবিক মানুষের সম্মান যেন পায়, এই অভিপ্রায় সামনে রেখে মহাকাল প্রযোজনা ‘শিখন্ডী কথা’।
×