ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওমর দ্য চেচেন গুরুতর আহত

প্রকাশিত: ০৫:৩৮, ১২ মার্চ ২০১৬

ওমর দ্য চেচেন গুরুতর আহত

জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার আবু ওমর আল-শিশানি ওরফে ওমর দ্য চেচেন বিমান হামলায় নিহত হননি। তবে গুরুতর আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন দাবি করেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস বুধবার এ কথা জানায়। খবর ইয়াহু নিউজের। পেন্টাগন বর্ণিত আইএসের কথিত প্রতিরক্ষা বা সমরবিষয়ক মন্ত্রী ওমর গত শুক্রবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমন প্রেক্ষাপটে বুধবার অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়, তাদের সূত্রের ভাষ্যমতে, ৪ মার্চের বিমান হামলায় ওমরের দেহরক্ষীরা নিহত হয়েছেন। ওমর গুরুতর আহত হয়েছেন। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, তিনি (ওমর) মারা যাননি। সিরিয়ার হাসাকে প্রদেশ থেকে তাকে রাকা প্রদেশের একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ইউরোপীয় বংশোদ্ভূত এক জিহাদি চিকিৎসক তার চিকিৎসা করছেন। রাকা আইএসের প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।ওমর যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গীর একজন। প্রেসিডেন্ট নির্বাচন নিম্নকক্ষে সমর্থন পেলেন সুচির ঘনিষ্ঠ সহযোগী মিয়ানমারের নিম্নœকক্ষে শুক্রবার আউং সান সুচির ঘনিষ্ঠ সহযোগী থিন কিউ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন। ফলে গত কয়েক প্রজন্মের মধ্যে প্রথমবারের মতো বেসামরিক নেতা নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা দূর হলো। গণতন্ত্রপন্থী নেত্রী সুচির প্রক্সি প্রেসিডেন্ট হিসেবে বিশিষ্ট লেখক থিন কিউকে তার সবচেয়ে বেশি পছন্দ বলে ধারণা করা হচ্ছে। সুচির দাতব্য ফাউন্ডেশন পরিচালনায় সাহায্য করেন থিন কিউ। তবে দেশের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়ার আগে তাকে যৌথ কক্ষের ভোটে পাস করতে হবে। গত কয়েক দশক ধরে দেশ পরিচালনা করছে সামরিক বাহিনী। খবর এএফপির। থিন কিউয়ের পক্ষে দলের সদস্যদের ভোট টানতে নিম্নকক্ষের নির্বাচনে সুচি প্রথমে ভোট দেন। নিম্নœকক্ষের ৩১৭টি ভোটের মধ্যে তিনি ২৭৪ ভোট পান। নিম্নœকক্ষে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের ২৫৫ সদস্য রয়েছেন। জান্তা সরকার প্রণীত সংবিধানের কারণে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সুচির বাধা রয়েছে। কিন্তু তার অবস্থান পরবর্তী প্রেসিডেন্টের ওপরে থাকবে। থিন কিউকে প্রেসিডেন্ট হতে হলে আরও দুই প্রার্থীর সঙ্গে লড়তে হবে। এদের মধ্যে একজন হলেন উচ্চকক্ষে এনএলডি দলের মনোনীত জাতিগত চিন এমপি হেনরি ভ্যান দেউ ও অপরজন সেনাবাহিনীর মনোনীত প্রার্থী। তবে সেনাবাহিনী থেকে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে সুচির সমর্থন ও এনএলডির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে থিন কিউ প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর অপর দুই জন ভাইস প্রেসিডেন্ট হতে পারেন। ট্রেন্ডি শব্দের ফেসবুক ডিকশনারি ফেসবুক তার ইউজারদের জন্য নতুন এক ডিকশনারি তৈরি করবে। এই অভিধানে বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ভাষাভাষী মানুষের ব্যবহার করা আঞ্চলিক বা ট্রেন্ডি ভাষা স্থান পাবে। নতুন এক সফটওয়ারের মাধ্যমে এটি তৈরি করা হবে। অতিরিক্ত ব্যবহার করা শব্দগুলোও স্থান পাবে এই অভিধানে। কোন শব্দ থাকবে আর কোন শব্দ থাকবে না তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। Ñওয়েবসাইট সাঁতরে জীবনদাতার কাছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও শহরের কাছে এক দ্বীপে জেলে জোয়াও পেরেইরা ডি সুজা লাতিন আমেরিকার এক ম্যাগেলানিক পেঙ্গুইনকে মৃত প্রায় অবস্থা থেকে বাঁচিয়েছিলেন। সুস্থ হয়ে উঠলে তাকে সমুদ্রে ছেড়ে দেয়ার পর সেটি আবার ফিরে আসবে তা চিন্তাও করেননি। কিন্তু বারে বারে সে ফিরে এসেছে। একবার তো মাছ শিকারে গিয়ে ডি সুজার সঙ্গে এক সৈকতে টানা আটমাস একসঙ্গে ছিল। তিনি তার নাম দেন ডিনডিম। Ñডেইলি মেইল
×