ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুলশানে ৩০ ফুট রাস্তা ধসে গেছে, তীব্র যানজট

প্রকাশিত: ০৫:০৬, ১২ মার্চ ২০১৬

গুলশানে ৩০ ফুট রাস্তা ধসে গেছে, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে রাস্তা ধসে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে গুলশান লেকের পাড়ের ৫৫ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির সামনের অন্তত ৩০ ফুট রাস্তা ধসে যায়। গুলশান মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জনকণ্ঠকে জানান, রাস্তার একটি অংশ ধসে গেছে। সড়কটির লেকের পাশের অংশে সংস্কার কাজ চলার সময় ঘটনাটি ঘটে। ধসে যাওয়া জায়গায় বালি ফেলে ভরাটের কাজ চলছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ করা দেয়া হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প পথে চলতে হচ্ছে। ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পানি, বিদ্যুত ও তিতাস গ্যাস সংশ্লিষ্টরাও ঘটনাস্থলে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সন্ধ্যার দিকে রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। তবে অত্যন্ত ধীর গতিতে।
×