ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপির জাতীয় কাউন্সিলের লোগো উন্মোচন

প্রকাশিত: ০৮:৩২, ১১ মার্চ ২০১৬

বিএনপির জাতীয় কাউন্সিলের লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আসন্ন ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এ লোগো উন্মোচন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কাউন্সিলের ব্যবস্থাপনা ও প্রচার-প্রকাশনা উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়। লোগো উন্মোচনের সময় গয়েশ্বর রায়ের সঙ্গে ছিলেন জাতীয় কাউন্সিলের ব্যবস্থাপনা ও প্রচার-প্রকাশনা উপকমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ প্রমুখ। এ সময় প্ল্যাকার্ড ও প্রজেক্টরের মাধ্যমে কাউন্সিলের সেøাগান ডিসপ্লে করা হয়। এবার কাউন্সিলের সেøাগান হচ্ছে ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ-গণতন্ত্রের বাংলাদেশ’। জোর করে ক্ষমতায় থাকা যায় না- দুদু ॥ বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিলেও আমরা পারি না। শেখ হাসিনা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিলেও আমরা তার প্রতিবাদ করতে পারব না। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ। তরিকুল হাসপাতালে ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর বারডেম হাতপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তরিকুল ইসলাম খুবই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
×