ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ামিতে হিলারি স্যান্ডারস নির্বাচনী বিতর্ক

অভিবাসন নিয়ে মতপার্থক্য

প্রকাশিত: ০৬:২৪, ১১ মার্চ ২০১৬

অভিবাসন নিয়ে মতপার্থক্য

যুক্তরাষ্ট্রে অভিবাসী আইন সংস্কার ও বহিষ্কার প্রশ্নে বুধবার রাতে মায়ামিতে অনুষ্ঠিত বিতর্কে মুখোমুখি হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারস। হিলারি বলেন, তিনি সব সময় অভিবাসীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছেন, কিন্তু স্যান্ডারসের বিরোধিতা করে গেছেন। এছাড়া হিলারি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের। নির্বাচনী বিতর্কস্থল ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রচুরসংখ্যক হিসপানিক ভোটার রয়েছে। তাই এদের সমর্থন আদায়ের জন্য মনোনয়ন প্রত্যাশীদের বিশেষ মনোযোগ দিতে হয়। হিলারির জন্য এটি আরও গুরুত্বপূর্ণ এ কারণে যে, একদিন আগেই তিনি মিশিগান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী স্যান্ডারসের কাছে হেরে গেছেন। যদিও মনোনয়ন দৌড়ে তিনি প্রতিপক্ষের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন কিন্তু মিশিগানে হেরে গিয়ে তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন। হিলারি বলেন, ২০০৭ সালে আনা অভিবাসন বিষয়ক একটি বিলের বিরোধিতা করেছিলেন স্যান্ডারস। ওই বিলে লাখ লাখ অবৈধ অভিবাসীর বৈধ হওয়ার পথ সুগম করা হয়েছিল। হিলারি নিজেকে একজন অভিবাসীদের স্বার্থ রক্ষাকারী হিসেবে তুলে ধরেন এবং স্যান্ডারসকে একজন অভিবাসীবিরোধী হিসেবে প্রতিপন্ন করেন। স্প্যানিশভাষী টিভি চ্যানেল ইউনিভিশন বুধবারের বিতর্কটি স্পন্সর করে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত এটি ছিল দলের অষ্টম নির্বাচনী বিতর্ক। হিলারি স্যান্ডারসের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে, তিনি অভিবাসীদের ওপর কড়া নজরদারি আরোপের পক্ষপাতী ছিলেন, চেয়েছিলেন সীমান্তজুড়ে অভিবাসী পর্যবেক্ষণকারী নিয়োগ দেয়া হোক। জবাবে স্যান্ডারস বলেন, আমি কখনই অভিবাসী পর্যবেক্ষণকারী নিয়োগের কথা বলিনি। মঙ্গলবার ফ্লোরিডা ও ওহাইওসহ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারির আগে বুধবারের বিতর্কটি তাদের দুজনের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। অভিবাসী সংখ্যাগরিষ্ঠ ফ্লোরিডায় তাদের জন্য সরকারী উদ্যোগে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন হিলারি। অন্যদিকে স্যান্ডারস ধনিক শ্রেণীর ‘সাজিয়ে নেয়া অর্থনীতির’ কুফল তুলে ধরে তরুণ সমাজ, মধ্যবিত্ত শ্রেণী ও শ্বেতাঙ্গ শ্রমজীবীদের তাকে সমর্থন জানানোর আহ্বান জানান। মঙ্গলবার ফ্লোরিডা, ইলিনয়, ওহাইও, মিসৌরি ও নর্থ ক্যারোলাইনায় প্রাইমারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মিশিগান প্রাইমারিতে জয়লাভের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্যান্ডারস বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন। মিশিগানে জনমত জরিপে হিলারি স্যান্ডারস থেকে ১০ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু প্রাইমারির ফল প্রকাশের পর দেখা গেল তিনি হেরে গেছেন। বিষয়টি স্যান্ডারসের সমর্থকরাও আশা করেননি। এ জয়ের ফলে তিনি ও তার সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। মঙ্গলবারের প্রাইমারিগুলোতে স্যান্ডারস কি করেন সেটি যদিও এত আগে বলা সম্ভব নয়, কিন্তু মিশিগানের জয় তাকে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে সহায়তা করবে। এদিকে মঙ্গলবার ইরান নতুন করে যে দুটি ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার জন্য হিলারি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। হিলারি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। হিলারি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে কোন কর্মকা- বরদাশত করা হবে না। দুই দিনের মধ্যে এটি ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে, তবে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথা হয়েছে বলে জানা গেছে। ইরান ইস্যুতে হোয়াইট হাউস ধীরে চলার নীতি অবলম্বন করলেও হিলারি যে কঠোর অবস্থানে যেতে চান তার বক্তব্য থেকে সে বিষয়ে ধারণা পাওয়া যায়।
×