ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, কারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ১১ মার্চ ২০১৬

রাজধানীতে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, কারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড্ডায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রামপুরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মী মারা গেছে। এদিকে শাহজাহানপুরে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে তিনটি যানবাহনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর খিলগাঁওয়ে কুলসুম আক্তার (১৮) নামে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কুলসুম খিলগাঁওয়ের তালতলায় রিয়াজবাগ এলাকার বাসিন্দা। ওই এলাকাতেই একটি এ্যাম্ব্রয়ডারি অফিসে তিনি কাজ করতেন। মৃত কুলসুমের বাবা আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার তালতলায় মেয়ের অফিস থেকে তাকে জরুরী তলব করা হয়। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি একটি বন্ধ ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে মেয়ে কুলসুমকে সেখান থেকে নামিয়ে দ্রুত বিকেল তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা অভিযোগ করেন, বৃহস্পতিবার মেয়ে অফিসে যেতে চায়নি। এ নিয়ে অফিসের লোকজন সকাল থেকে মেয়েকে অফিসে যাবার জন্য চাপাচাপি করে। বেলা ১১টার দিকে বাইরে থেকে বাসায় এসে দেখি মেয়ে কুলসুম নেই। এর কিছুক্ষণ পর আমাকে মেয়ের অফিস থেকে জরুরী তলব করা হয়। সেখানে গিয়ে একটি বন্ধঘরে মেয়েকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখি। আমিরুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।’ এক পুলিশ কর্মকর্তার মৃত্যু ॥ রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্ব পালনের সময় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হকের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি বাড্ডা থানায় কর্মরত ছিলেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান, বুধবার রাতে এসআই ফজলুল হক মধ্য বাড্ডায় ডিউটি পালন করছিলেন। এ সময় হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করেন। পরে ফজলুল হককে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিরাপত্তা কর্মীর মৃত্যু ॥ রামপুরার বনশ্রী এলাকায় ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের নিচতলা বিদ্যুত স্পৃষ্ট হয়ে বজলু শিকদার নামে এক নিরাপত্তা কর্মী মৃত্যুর হয়েছে। দুই ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর শাহজাহাপুরের আমতলী এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনটি যানবাহনে আগুন ॥ রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে তিনটি ভারি যানবাহনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে তিনটি গাড়ির আগুন নিভিয়ে ফেলে।
×