ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গৃহিণীকে পুড়িয়ে হত্যা চেষ্টা ॥ ৭ দিন হাসপাতালে

প্রকাশিত: ০৪:২৩, ১০ মার্চ ২০১৬

গৃহিণীকে পুড়িয়ে হত্যা চেষ্টা ॥ ৭ দিন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝা গ্রামের আছমা বেগমকে (৫০) দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুনে পুড়ে হত্যার চেষ্টা করে। পঞ্চাশ ভাগ পুড়ে যাওয়া শরীর নিয়ে সে এখন কুড়িগ্রাম হাসপাতালে যন্ত্রণায় ভুগছে। প্রভাবশালীরা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও তা ভেস্তে যায়। ঘটনার এক সপ্তাহ পর বুধবার কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে ঘটনা ফাঁস হয়ে যায়। ম্যাজিস্ট্রেট আবেদনটি এজাহার হিসাবে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাজারহাট থানার অফিসার ইনর্চাজ আব্দুর রশিদকে। জানা গেছে, রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝা গ্রামের ইব্রাহীম আলীর বাড়িতে এক সপ্তাহ আগে চিহ্নিত দুর্বৃত্ত আব্দুস ছালাম, সোবহান আলী, জহুরুল হক, আইয়ুব আলীসহ একদল লোক দেশী অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে বাড়িতে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে ইব্রাহীম আলীর স্ত্রী আছমা বেগমের গায়ে পেট্রোল ঢেলে কোলাপাঞ্জা করে আগুনে ফেলে দেয়। এতে তার দু’হাতের দাফনা, মাথা, মুখম-ল, কোমর এবং গোটা পিট আগুনে ঝলসে যায়। আগনে পুড়ে ভস্মীভূত হয় ৪টি ঘর, আসবাবপত্র, ধান, চাল, ছাগলসহ মূল্যবান জিনিসপত্র। রূপগঞ্জে শিশু চুরি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবেশী এক ভাড়াটিয়া রাইসা নামে ৫ মাস বয়সের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার তারাব এলাকায় ঘটে এ ঘটনা। রাইসা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বইসর এলাকার রাসেল মিয়ার মেয়ে। রাসেল মিয়া জানান, তিনি তারাব এলাকার ছাত্তার মেম্বারের বাড়িতে ৭ বছর ধরে বসবাস করে আসছেন। সিমা আক্তার নামে আরেক ভাড়াটিয়া গত দুই মাস ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। বুধবার সকালে সিমা আক্তার মেলায় বেড়ানোর কথা বলে রিনা আক্তারের কাছ থেকে শিশু রাইসাকে নিয়ে যায়। এর পর আর সে বাড়ি ফেরেনি। রাইসাকে না পেয়ে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।
×