ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার সাফল্যে গর্বিত কোচ এনরিকে

প্রকাশিত: ০৬:০৭, ৮ মার্চ ২০১৬

বার্সিলোনার সাফল্যে গর্বিত কোচ এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ পেপ গার্ডিওলার হাত ধরে বার্সিলোনার অপরাজেয় যাত্রা শুরু। অনেকের ধারণা ছিল ওই সাফল্য ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমানে লুইস এনরিকের অধীনে আরও দুর্দমনীয় হয়ে উঠেছে কাতালানরা। সব প্রতিপক্ষকেই দুমড়ে-মুচড়ে ফেলছে তারা। তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের দুর্দান্ত নৈপুণ্যের কারণে সাফল্য পাওয়াটা সহজ হচ্ছে। ‘এমএসএন’ সহ গোটা দলের পারফর্মেন্সে তাই গর্বিত বার্সিলোনা কোচ এনরিকে। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে অতিথি বার্সিলোনা ৪-০ গোলে স্বাগতিক এইবারকে উড়িয়ে দেয়ার পর এই মন্তব্য করেন তিনি। উড়ন্ত এই জয়ে বার্সার হয়ে জোড়া গোল করেন মেসি। একটি করে গোল করেন মুনির আল হাদ্দাদি ও সুয়ারেজ। আগের ম্যাচে ২৭ বছরের রেকর্ড ভাঙ্গা বার্সা এর মধ্য দিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকল। এই জয়ে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সিলোনা। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে ও ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তিনে। পরশু রাতে এ্যাটলেটিকো ৩-১ গোলে হারায় ভ্যালেন্সিয়াকে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক এইবারের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সফরকারী বার্সা। এই ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে হয় চ্যাম্পিয়নদের। চলতি মৌসুমে লীগে পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। নেইমারের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পাওয়া মুনির হাদ্দাদি ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে দেন দলকে। মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডানদিক থেকে গোলমুখে পাস দেন সুয়ারেজ। তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মুনির। এইবারকে চাপে রাখলেও দ্বিতীয় গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় এনরিকের দলকে। একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝমাঠের কাছ থেকে বল পায়ে ছুটে সামনে থাকা ডিফেন্ডারের বোকা বানিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক। বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ডি বক্সে এইবারের ডিফেন্ডার ইভান রামিসের হাতে বল লাগলে পেনাল্টি পায় অতিথিরা। এ মৌসুমে স্পেনের লা লিগায় মেসির এটা ২১ নম্বর গোল। ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন সুয়ারেজ।
×