ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ি ফিরল দুই আইএস দীক্ষিত কিশোরী

প্রকাশিত: ০৬:০৩, ৮ মার্চ ২০১৬

বাড়ি ফিরল দুই আইএস দীক্ষিত কিশোরী

ফ্রান্সের দুই কিশোরী নিখোঁজ হওয়ার দু’দিন পর রবিবার রাতে বাড়ি ফিরে এসেছে। এই দুই কিশোরী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগদানের উদ্দেশে সিরিয়া যাওয়ার চেষ্টা চালায় বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপির। ১৫ বছর বয়সী ইসরাই ও ১৬ বছরের লুইসা শুকবার ফ্রেঞ্চ আল্পসের হাউতে-সাবোইর স্কুল থেকে নিখোঁজ হয়। এরপর পুলিশ তাদের তল্লাশি অভিযান শুরু করে। সরকারী কৌঁসুলি এ্যানেসি বলেন, এই দুই কিশোরী ‘সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।’ পুলিশ জানায়, ‘তারা যে কোন সম্ভাব্য উপায়েই দেশ ত্যাগ করতে যাচ্ছিল। সম্ভবত দেশ ত্যাগ করতে তারা ভুয়া পরিচয় ব্যবহার করছিল।’ সরকারী কৌঁসুলি নিশ্চিত করেছেন দুই কিশোরীই রবিবার সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছেছে। লুইসা টেলিভিশনে তার মায়ের অনুরোধে ফিরে এসেছে। ইসরাই কয়েক ঘণ্টার পর বাড়ি ফেরে।
×