ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডাকাতের গুলিতে ব্যবসায়ী ও বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:২৮, ৮ মার্চ ২০১৬

ডাকাতের গুলিতে ব্যবসায়ী ও বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, (মাদারীপুর), ৭ মার্চ ॥ কালকিনি উপজেলার মিয়ারহাটে ৩টি স্বর্ণের দোকানসহ ৬ দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতিকালে বাধাপ্রদান করলে ডাকাতরা গুলি করে বাজারের ব্যবসায়ী স্বপন কাজী ও সোহেল মৃধাকে গুরুতর আহত করে। আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বপন কাজী নামের আহত ব্যবসায়ী মারাজান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীরা জানান, রবিবার রাত ৩টার সময় মুখোশপরা সশস্ত্র ডাকাত দল বাজারে হানা দেয়। এ সময় তারা শুভ জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, আঁচল জুয়েলার্স, স্বপন কাজীর কসমেটিকসের দোকান, শিশিরের দোকান ও নিজাম টেইলার্সের মালামাল লুট করে নিয়ে যায়। নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, রবিবার গভীর রাতে কুছন্দিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার আমিনুল ইসলাম ওরফে লিটন হোসেন (৩২) নিহত হয়েছে। এ সময় পুলিশ ১টি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯ রাউন্ড বন্দুকের গুলির খোসা, রামদা, শাবল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নিহত লিটনের বাড়ি সদর উপজেলার জগদল আজমপুর গ্রামে। তার পিতার নাম ইদ্রিস মোল্লা। লিটন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও একাধিক ডাকাতি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। পোকাযুক্ত চাল গুঁড়ো করার দায়ে মিল মালিকের জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পোকাযুক্ত চাল গুঁড়ো করার মতো অনৈতিক কাজ হাতে নাতে ধরা পড়ায় পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় এক রাইস মিল মালিককে অর্থদ-ে দ-িত করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে সোমবার এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ-িত রাইস মিল মালিকের নাম আইয়ুব রানা। পতেঙ্গা থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওই মিলে পোকাযুক্ত চাল গুঁড়ো করার কাজ চলছে। এ তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে দেখতে পায়, চালে কিল বিল করছে অসংখ্য পোকা। আর সেগুলো গুঁড়ো করা হচ্ছে মেশিনে। কারখানায় প্রক্রিয়াজাত এ চালের গুঁড়ো চলে যায় বাজারে, যা দিয়ে তৈরি হয়ে থাকে বিভিন্ন ধরনের পিঠা। সেখান থেকে জব্দ করা হয় ৪০ কেজি ওজনের ৬ বস্তা চাল। আদালত রাইস মিলটিকে ২০ হাজার টাকা জরিমানা করে। শতভাগ স্যানিটেশন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৭ মার্চ ॥ চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজিত সভায় আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ইসমাঈল হোসেন রাসেল এ ঘোষণা দেন। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আল এমরান প্রিন্স, জেলা প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, ইউপি সচিব বশিরুল ইসলাম। কৃষি প্রযুক্তিমেলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় চারদিনব্যাপী কৃষি প্রযুক্তিমেলা শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সোমবার এ মেলার উদ্বোধন করেন মীর শওকাত আলী বাদশা এমপি। র‌্যালি শেষে ইউএনও মাহাবুবুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন ডিডি আফতাব উদ্দিন, কৃষিবিদ জিএম রুহুল আমিন, শ্বাশ্মতী এদবর, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম প্রমুখ।
×