ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রিয়ালের কোচ হচ্ছেন ম্যারাডোনা!

প্রকাশিত: ০৫:৫২, ৫ মার্চ ২০১৬

রিয়ালের কোচ হচ্ছেন ম্যারাডোনা!

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে এমন খবর জানা গেছে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর ম্যারাডোনা মধ্যপ্রাচ্যে শুরু করেন কোচিং অধ্যায়। তবে আল-ওয়াসল ক্লাবের কোচ হিসেবেও খুব একটা সাফল্য পাননি। পরে কোচের পদ থেকে বিদায় নিয়ে তিনি একই ক্লাবের অন্য একটি শীর্ষ পদে কাজ করেন। এখন আবার গুঞ্জন রটেছে রিয়ালের কোচ হতে চান ম্যারাডোনা। তবে বিশ্বস্ত কোন সূত্র থেকে খবরটা নিশ্চিত করা হয়নি। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। দিন কয়েক আগে সাবেক বোকা জুনিয়র্স কিংবদন্তি জানান, তিনি আর বুয়েন্স আইরেসের ক্লাবটির কোচ হওয়ার স্বপ্ন দেখছেন না। বোকার সদ্য নিযুক্ত কোচ গিলের্মো ব্যারোস স্কেলোট্টোকেও শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। খেলোয়াড়ী জীবনে দুই মেয়াদে (১৯৮১-৮২ ও ১৯৯৫-৯৭) বোকা জুনিয়র্সের হয়ে খেলেন ম্যারাডোনা। শুধু তাই নয়, বোকার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। তবে খেলোয়াড় হিসেবে ‘সর্বকালের সেরা’ হলেও ম্যারাডোনার কোচিং জীবনটা ঠিক তার উল্টো! ১৯৯৪ সালে স্বদেশী ক্লাব ডেপোর্টিভো মান্ডিয়ুর হয়ে কোচিং পেশায় পা দেন ম্যারাডোনা। পরের বছরই যোগ দেন রেসিং ক্লাবে। সেখানেও খুব বেশি সাফল্য পাননি। এরপর লম্বা বিরতি শেষে ২০০৮-১০ পর্যন্ত ছিলেন আর্জেন্টিনা দলের দায়িত্বে। কিন্তু বিশ্বকাপ মিশনে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ হয়। সবশেষ (২০১১-১২) দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচ ছিলেন। ম্যারাডোনা বলেন, নতুন কোচ নিয়োগ দেয়ায় আমার বোকায় কোচিং করানোর স্বপ্ন আর নেই। আমার বয়সও হয়ে গেছে ৫৫ বছর। আশা করছি মেলি বোকায় ১০ বছরের জন্য থাকবে।
×