ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:২৬, ৫ মার্চ ২০১৬

বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে আব্দুল হালিম ফাউন্ডেশন স্কুলে কাফরুল থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য আলী আজগর মাতব্বরের আত্মার মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন। এর আগে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কাউন্সিলের জন্য বরাদ্দ পাওয়া ভেন্যু পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ কাউন্সিলে সরকার বাধা দিলে প্রতিরোধ করা হবে। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বিএনপি ও খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। জনগণ খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও হারানো অধিকার ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ জনবিছিন্ন হয়ে গেছে। তাদের জনগণের উপর বিশ্বাস নেই। তাই তারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেদের অধীনে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতায় টিকে আছে। এ সরকার জাতীয় নির্বাচনের পর সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচনসহ সকল নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট ডাকাতির পরিকল্পনা করছে। কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোজ্জামেল হোসেন মতির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের নেতা কাজী আবুল বাশার, ইউনুছ মৃধা প্রমুখ। বাধা দিলে প্রতিরোধ- হান্নান শাহ ॥ ১৯ মার্চই বিএনপির জাতীয় কাউন্সিল করা হবে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেছেন এতে সরকার বাধা দিলে প্রতিরোধ করা হবে। শুক্রবার বেলা ১১টায় বিএনপির কাউন্সিলের জন্য বরাদ্দ পাওয়া ভৈন্যু রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল প-ের ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে হান্নান শাহ বলেন, সরকার বা অন্য কেউ কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কাউন্সিল চলাকালে আমাদের একাধিক মোবাইল টিম কাজ করবে। পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র দেখে কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিদের প্রবেশ করানো হবে। আর কাউন্সিল সফল করতে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের সরবরাহকৃত নিরাপত্তা কার্ড বহন করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বোম ডিসপোজাল স্কোয়াড পেতে সরকারের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে। আমরা আশা করছি বিএনপির জাতীয় কাউন্সিল সফল হবে। দেশের মানুষ অসহায়- নোমান ॥ দেশের মানুষ এখন অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, মানুষের কোন মৌলিক অধিকার, সভা-সমাবেশ ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জনগণ ধিক্কার দিয়ে বিদায় করবে- মাহবুব হোসেন ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জোর করে ক্ষমতায় থাকলে জনগণ ধিক্কার দিয়ে বিদায় করবে। তখন আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের মতো ভয়াবহ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক কাউন্সিল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×