ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে রেলের জমি দখলের হিড়িক

প্রকাশিত: ০৪:০০, ৫ মার্চ ২০১৬

পার্বতীপুরে রেলের জমি দখলের হিড়িক

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ মার্চ ॥ রেলের জমি ভূমি দস্যুরা দখল করে নিজেরাই মালিক সেজে বসেছে। যে যেভাবে পারে দখল করে আকার পরিবর্তন করে ঘরবাড়ি, দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভোগ-দখল করছে। যেভাবে লুট চলছে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে অল্প দিনেই রেলের জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। । স্থানীয় রেল সূত্রমতে পার্বতীপুর রেল কাচারির অধীনে চিলাহাটি থেকে আক্কেলপুর পর্যন্ত রেলের মোট জমির পরিমাণ ২ হাজার ৩শ’ ৮৫ একর। তারমধ্যে রেলওয়ের প্রয়োজনীয় অপারেশন ল্যান্ড ৯৭৯ একর বাদে বাণিজ্যিক ৩২, কৃর্ষি ৩১৪ ,মৎস্য ৭০ ও নার্সারি ৪ একর। এসব জমির ৯০ ভাগই অবৈধ দখলে। তারমধ্যে ২শ’ দোকানপাট,বাসাবাড়ির লাইসেন্স থাকলেও কেউ খাজনা পরিশোধ করে না বলে রেল কানুনগো দপ্তর সূত্রে জানা গেছে। রেল অঙ্গন ঘুরে দেখা গেছে, শহরের শহীদ মিনার থেকে সাবরেজিস্ট্রি অফিস পর্যন্ত রাস্তার দুধারে ডেকোরেশন করা সারি সারি অবৈধ দোকানপাট। এখানে রয়েছে করিম মার্কেট, সাজেদুর মার্কেট। তার ওপর তলায় রজনীগন্ধা আবাসিক হোটেল। আদর্শ ডিগ্রী কলেজ সংলগ্ন প্রায় ১শ’ একর লোকোশেডের পূর্ব পার্শ্বে গুলপাড়ায় অনুরূপ পরিমাণ রেলের জমিতে গড়ে উঠেছে জনবসতি। তারমধ্যে গুলপাড়ার জমি জাল দলিল করে জোতের সম্পত্তি হিসেবে দাবি করা হচ্ছে। স্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রহমত নগর রেল কলোনির ফাঁকা রেলের পতিত জায়গায় পাকা ঘরবাড়ি তোলার হিড়িক পড়েছে। হলদিবাড়ী রেলকলোনি, পাওয়ার হাউস রেল কলোনি, রহমত নগর, নিউ কলোনি,সাহেব পাড়া,বাবু পাড়ার ১২শ’ বাসাবাড়ির মধ্যে ৭শ’ই দখল করেছে বহিরাগতরা । আদর্শ ডিগ্রী কলেজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে অল্প পরিমাণ কৃর্ষি লিজ নিয়ে বিশাল এলাকা দখল করে পুকুর খুঁড়ে মাছ চাষ করছে জনৈক মোজাফ্ফর হোসেন সাদ্দাম । এমনিভাবে রেলের যত জলাশয় আছে সবই দখল হয়ে গেছে । দায়িত্বপ্রাপ্ত ভূমি দপ্তরের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন, উর্ধতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদিন জানানÑ দখলের ব্যাপারে জি আর পি থানায় শত শত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশী এ্যাকশন না হলে আমরা কি করতে পারি? স্থানীয়রা বলেছে চর দখলের মতো চোখের সামনে এ দৃশ্য অসহনীয়। সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে দখল বন্ধ না করলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মন্তব্য করেছে। পশ্চিম রেলের পাকশীর ডিভিশনাল এস্টেট অফিসার মোস্তাক আহমেদ শুক্রবার সকালে জানান জ্বালানি তেলের রেল হেড ডিপো সংলগ্ন জলাশয় লিজসহ সকল বিষয়ে পরিদর্শনে অতিসত্বর পার্বতীপুরে যাবেন।
×