ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাস্তির বিপক্ষে আপীল করবেন না মামুনুল

প্রকাশিত: ০৬:০২, ৪ মার্চ ২০১৬

শাস্তির বিপক্ষে আপীল করবেন  না মামুনুল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বাফুফে যে ধারায় শাস্তি দিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছেÑ মিডিয়ার সঙ্গে কোন ধরনের আলোচনা করা যাবে না। তাই আমিও তাদের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে এ ব্যাপারে আর কোন পদক্ষেপ নিতে চাই না।’ কথাগুলো মামুনুল ইসলামের। ঔদ্ধত্য আচরণ, বাজে পারফর্মেন্স, মিথ্যাচার এবং উচ্ছৃঙ্খলতার কারণে জাতীয় ফুটবল দল থেকে এক বছরের জন্য শাস্তি পেয়েছেন মামুনুল ইসলাম। মামুনুল ছাড়াও উইঙ্গার জাহিদ হোসেনকে এক বছর এবং ডিফেন্ডার ইয়াসিন খান ও মিডফিল্ডার সোহেল রানাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি। শাস্তির বিষয়ে মামুনুলদের আপীল করার সুযোগ রাখা হয়েছে। বাফুফের নির্বাহী কমিটি অথবা বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের বরাবর আপীল করার সুযোগ পাবেন নিষিদ্ধ ফুটবলাররা। শাস্তি মওকুফের ব্যাপারে মামুনুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শাস্তি মেনে নিয়েছি। এ ব্যাপারে আর কোন কথা নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি দেয়া হয়েছে মামুনুলদের। বাফুফের কোড অব কন্ডাক্টের ২, ৪ এবং ৭ ধারায় এ শাস্তি প্রদান করা হয়েছে। ২ ধারায় বলা হয়েছে খেলোয়াড়রা কোনমতেই মাঠ কিংবা মাঠের বাইরে অখেলোয়াড়সুলভ আচরণ করতে পারবে না। কোন ধরনের গালি কিংবা হুমকি প্রদান করার মতো আচরণও তারা করতে পারবে না। ৪ ধারায় আছে যে, মাঠে রেফারি কিংবা তার সহকারীর সঙ্গে কোন ধরনের বাজে আচরণ করতে পারবে না। রেফারির যে কোন সিদ্ধান্তই মেনে নিতে হবে এবং ৭ ধারায় বলা হয়েছে যে, জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বাফুফের যে কোন সিদ্ধান্তের প্রতি তাদের পূর্ণ সম্মান থাকতে হবে।
×