ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালেও জ্বলে উঠতে চান সৌম্য

প্রকাশিত: ০৫:৫৯, ৪ মার্চ ২০১৬

ফাইনালেও জ্বলে উঠতে  চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমেই নিজেকে হারিয়ে ফেলছিলেন, কোনভাবেই তার ব্যাট থেকে রান আসছিল না। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও ভুলে যেতে বসেছিলেন সৌম্য সরকার গত বছর এপ্রিলে ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কী দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেই সৌম্য হঠাৎ করে যেন ব্যাটিং ভুলতে বসেছিলেন। ধারাবাহিক ব্যর্থতা এমনকি চলতি এশিয়া কাপের প্রথম তিন ম্যাচেও কাটিয়ে উঠতে পারেননি। তবে তার ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ দল। সেই আস্থার অবশেষে প্রতিদান দিয়েছেন আবারও পাকিস্তানের বিরুদ্ধে! জিতলেই ফাইনালÑ এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে জ্বলে উঠেছেন বুধবার। খেলেছেন ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ম্যাচজয়ী ইনিংস। রানে ফিরেছেন প্রতিভাবান এই বাঁহাতি ওপেনার। তবে এখন চ্যালেঞ্জটা তার জন্য নিয়মিত রান করে যাওয়ার। দলও সেটাই চাইবে তার কাছ থেকে। ক্যারিয়ারের শুরুতেই ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন সৌম্য। গত বছর বিশ্বকাপ দিয়েই মূলত যাত্রা শুরু হলেও এর আগেই জিম্বাবুইয়ের বিরুদ্ধে হোম সিরিজে একটি ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তার। আর বিশ্বকাপে নিয়মিত ছোটখাটো ইনিংস খেললেও তা বড় করতে পারছিলেন না। ৪০ ও ৫১ রানের দুটি ইনিংস খেলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তখন থেকেই সৌম্যের বন্দনায় মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররা। অনেকেই বলেছিলেন ভবিষ্যতের মহাতারকা পেয়ে গেছে বাংলাদেশ। এসব কিছুরই প্রমাণ পেয়েছে পাকিস্তান দল বাংলাদেশ সফরে এসে। এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সৌম্য জ্বলে ওঠেন। বিশেষ করে ১১০ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৭ রানের অপরাজিত একটি ইনিংস উপহার দিয়ে যেভাবে পাকদের বিপর্যস্ত করেছেন, সেটা তখনই বাস্তব করে দিয়েছিল ক্রিকেটবোদ্ধাদের ভবিষ্যদ্বাণী। সেই সৌম্য ব্যাট হাতে টানা দুর্দান্ত খেলেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও। কিন্তু হুট করেই ইনজুরির কবলে পড়ে যেন হারিয়ে গেলেন সৌম্য। কোনভাবেই নিজেকে আর ফিরে পাচ্ছিলেন না। এমনকি ঘরোয়া আসরগুলোতেও ব্যাট হাতে তার ব্যর্থতা সত্যিই অন্তরালে নিয়ে যাচ্ছিল সৌম্যকে। ব্যাটিংয়ের মেজাজটা আক্রমণাত্মক। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে নিষ্প্রভ ছিলেন সাতক্ষীরার এই তরুণ। টি২০ ক্রিকেটেই যেন কিছুটা নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন ২৩ বছর বয়সী সৌম্য। ওয়ানডেতে যার ব্যাটিং গড় ৪৯.৪২, সেই সৌম্যের ১৬ টি২০তে ব্যাটিং গড় মাত্র ১৯.০৯। সর্বশেষ কয়েকটি টি২০ ম্যাচে তিনি আরও বাজে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজে ক্যারিয়ারসেরা ৪৩ রানের ইনিংসটি অবশ্য খেলেছিলেন। কিন্তু বাকি তিন ম্যাচে তার রান ছিল ৭, ২৫ ও ১১। আর চলতি আসরে ভারতের বিরুদ্ধে ১১, আরব আমিরাতের বিরুদ্ধে ২১ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ০ রান করে ফিরে যান সৌম্য। অথচ নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালের সঙ্গে তাকেই যোগ্যসঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে সৌম্য নিজেকে ফিরে না পেলে তা হবে টাইগারদের জন্য বড় দুঃশ্চিন্তা। অবশেষে সেটা পারলেন তিনি। পাকদের বিরুদ্ধে বোলিংবান্ধব উইকেটে দারুণ ধৈর্য নিয়ে খেলে ৪৮ রানের যে ইনিংস খেলেছেন তাতেই জয়ের ভিত পেয়ে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনিই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। দারুণভাবেই প্রত্যাবর্তন হয়েছে ব্যাটসম্যান সৌম্যের। এবার বাকি শুধু ফাইনাল। ভারতের বিরুদ্ধে সেই ফাইনালে আরেকবার সৌম্যের জ্বলে ওঠা জরুরী। এখন ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ সৌম্যের জন্য।
×