ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রকাশিত: ০৪:২৩, ৪ মার্চ ২০১৬

ছয় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ  উত্তর কোরিয়ার

পরমাণু পরীক্ষা ও রকেট উৎক্ষেপণের জবাবে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর এ যাবতকালের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পিয়ংইয়ং বৃহস্পতিবার ছয়টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সাগরে নিক্ষেপ করেছে। খবর এএফপির। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়মিত বিরতিতে সীমিত আকারে সামরিক সক্ষমতা প্রদর্শন উত্তর কোরিয়ার একটি রুটিন কাজে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং-জিউন সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় জাপান সাগরে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের ১০০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রধান মিত্র চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাত সপ্তাহ ধরে আলোচনার পর বুধবার রাতে পিয়ংইয়ংয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে পাস হয়। এরপরই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এখন সবার চোখ চীন ও রাশিয়ার দিকে যে, তারা এই পদক্ষেপ সম্পূর্ণভাবে মেনে চলে কিনা। নতুন এই নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী প্রয়োজনীয় অর্থের অভাবে বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ৬ জানুয়ারি পরমাণু বোমার পরীক্ষা ও ৭ ফেব্রুয়ারি রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। প্রস্তাবে বিরাজমান নিষেধাজ্ঞার আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, সব দেশের সব বিমানবন্দর ও সমুদ্রবন্দরে থাকা কার্গোর গন্তব্য ও উত্তর কোরিয়া থেকে আসছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এর আগের নিষেধাজ্ঞায় দেশটির সন্দেহভাজন মালবাহী যানগুলোকেই শুধু পরীক্ষা করা হতো। উত্তর কোরিয়ার কয়লা, লোহা ও লোহার আকরিক এবং অন্যান্য খনিজ পদার্থ রফতানি নিষিদ্ধ ও সীমিত করা হয়েছে। এছাড়া রকেট জ্বালানিসহ বিমান জ্বালানি সরবরাহও নিষিদ্ধ। সিরিয়া, ইরান ও ভিয়েতনামে নিযুক্ত উত্তর কোরিয়ার বাণিজ্যিক প্রতিনিধিসহ ১৬ জনকে নতুন করে কালো-তালিকাভুক্ত করা হয়েছে।
×