ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবলে ময়মনসিংহের বড় জয়

প্রকাশিত: ০৭:২৫, ৩ মার্চ ২০১৬

মহিলা ফুটবলে ময়মনসিংহের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলায় বড় জয় কুড়িয়ে নিয়েছে ময়মনসিংহ জেলা। বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ‘এ’ গ্রুপের ম্যাচে ১৬-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে। বিজয়ী দলের সানজিদা একাই করেন হ্যাটট্রিকসহ সাত গোল! মারজিয়া করেন হ্যাটট্রিক। জোড়া গোল করেন মারিয়া মান্দা ও সাজেদা। একটি করে গোল করেন তহুরা ও রোজিনা। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে বিজেএমসি ৯-১ গোলে হারায় রংপুরকে। বিজয়ী দলের সাবিনা খাতুন হ্যাটট্রিকসহ করেন চার গোল। জোড়া গোল করেন মৌসুমী ও লিপি। অপর গোলটি করেন স্বপ্না। বিজিত দলের একমাত্র গোলটি করেন লাবণ্য। বিশ্বকাপে ৪০ দেশ চান ইনফ্যান্টিনো স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। দীর্ঘ ১৮ বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দায়িত্ব পালন করা সেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচিত হওয়ার পরই বড় ধরনের পার্থক্য গড়ার ইঙ্গিত দিয়েছেন ইনফ্যান্টিনো। বিশেষ করে বিশ্বকাপে ৩২ দলকে ৪০ এ উন্নীত করতে বদ্ধপরিকর তিনি। এ বিষয়ে এক সাক্ষাতকারে ইনফ্যান্টিনো বলেন, ‘প্রকৃতপক্ষে এটা গোপন কিছু নয়, বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধিতে আমি বিশ্বাসী। সংখ্যাটা ৪০ করতে চাই। তার মানে আরও ৮টি দল বৃদ্ধি করতে চাই। এর মানে প্রতিনিধিত্বও বাড়বে।’ এ সময় সুইস সংগঠক ইনফ্যান্টিনো আরও বলেন, ‘বিশ্বকাপে ৪০ দল হলে কেবল ফিফার ১৯ ভাগ সদস্য অংশগ্রহণ করবে, যা মোটেই খুব বেশি নয়। আমরা ৮টি দলকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়ার মানে হলো আরও ৮টি দলকে সুযোগ করে দেয়া। সেই সঙ্গে আরও অনেক দলের বিশ্বকাপে খেলার স্বপ্ন বাড়িয়ে দেয়া। আর এটা হবে বিশ্ব ফুটবলেরই উন্নয়ন। সেই সঙ্গে অনেক দেশে ফুটবলের জনপ্রিয়তাকেও বাড়িয়ে দেয়া। আমরা যদি ফুটবলে উন্নয়নের কথা ভাবি তাহলে অবশ্যই অনেক দেশে তা জনপ্রিয় কি-না, সে বিষয়টি নিয়েও ভাবতে হবে। আমি অনেক ভ্রমণ করে থাকি। আমি প্রতিটি উপমহাদেশের অনেক দেশেই ভ্রমণ করেছি এবং সেই দেশগুলোতে যে কি প্রয়োজন তা আমি নিজের চোখে দেখেছি।’ আগামী ২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপ পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও কাতারেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ফিফার এই নতুন সভাপতি। ২০১০ সালের ডিসেম্বরে জুরিখে অনুষ্ঠিত বিতর্কিত ভোটের মাধ্যমে রাশিয়া ও কাতার পরবর্তী দুই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। তবে এই দুটি টুর্নামেন্টের স্বত্ব প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠায় সুইস তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়। ফিফার সদর দফতরে প্রথমবারের মতো প্রবেশ করেই এ প্রসঙ্গে কথা বলেন ইনফ্যান্টিনো।
×