ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজের বিয়ে নিজেই বন্ধ করল স্কুলছাত্রী শারমিন

প্রকাশিত: ০৩:৩৯, ২ মার্চ ২০১৬

নিজের বিয়ে নিজেই বন্ধ করল স্কুলছাত্রী শারমিন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ মার্চ ॥ আমি পড়ালেখা করব। আমি বিয়ে করব না। বিয়ের বিষয়ে আমি কিছু বুঝিও না। তবুও আমাকে জোর করে বিয়ে দিতে চায় আমার বাবা-মা। আমি কিছুতেই বিয়ে করব না। পড়ালেখা করব। কথাগুলো সোমবার সন্ধ্যায় বিয়ের আসর থেকে পালিয়ে ধনবাড়ী ইউএনও অফিসে এসে বলেছে ধনবাড়ী উপজেলার বিএসবি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার। শারমিন বলদিআটা গ্রামের তারা মিয়া ও বেলী বেগমের মেয়ে। উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ জানান, সোমবার স্কুলছাত্রী শারমিনের বিয়ের দিন ধার্য ছিল। ধুম-ধামের সঙ্গে তাদের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। অথচ শারমিনকে জানানো হয়নি আজ তার বিয়ে। শারমিন বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে পালিয়ে সোজা চলে যায় ইউএনও অফিসে। ইউএনও বরাবর লিখিত আবেদন করেন শারমিন বিয়ে বন্ধের অনুরোধ জানায়। কোথায় বিয়ে, কার সঙ্গে বিয়ে কিছুই জানে না শারমিন। শুধু জানে আজ তার বিয়ে। লিখিত আবেদন পেয়ে শারমিনকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি পুলিশসহ পৌঁছান বিয়ে বাড়িতে। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বরযাত্রী ও মেয়ের বাবা তারা মিয়া পালিয়ে যায়। ইউএনও শামীম আরা রিনি জানান, বরযাত্রী ও মেয়ের বাবা পালিয়ে যাওয়ায় মেয়ের মা বেলী বেগমের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে এবং স্কুলছাত্রী শারমিন আক্তারকে স্থানীয় মহিলা মেম্বার রেখা খাতুনের জিম্মায় দেয়া হয়েছে।
×