ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় মহিলা হকি শুরু

প্রকাশিত: ০৭:০৩, ১ মার্চ ২০১৬

ওয়ালটন জাতীয় মহিলা হকি  শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি ২০১৬।’ এই প্রতিযোগিতা চলবে ৬ মার্চ পর্যন্ত। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবার প্রথম দিনের খেলায় দিনাজপুর জেলা গোলশূন্য ড্র করে ঝিনাইদহ জেলার সঙ্গে। এছাড়া ঠাকুরগাঁও জেলা ১-০ গোলে ঢাকাকে হারায়। বিজয়ী দলের শিমু আক্তার সিমা ২৪ মিনিটে একমাত্র ফিল্ড গোলটি করেন। ৃতীয় ও শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা ১-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দরের কিমি কর্মকার ২৩ মিনিটে ফিল্ড গোলটি করেন। বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খানসহ ফেডারেশনের অন্য সদস্য। এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯ দল অংশ নিয়েছে। দলগুলো হলোÑ নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাঁও জেলা। ৯ দলকে ৩ গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছাড়াও ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। এবারের ওয়ালটন জাতীয় মহিলা হকিতে ১ লাখ টাকা প্রাইজমানি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির সেরা পাঁচ খেলোয়াড়কে ওয়ালটনের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×