ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাতার ওপেন

জয় রাদওয়ানস্কা ও বাউচার্ডের

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জয় রাদওয়ানস্কা ও বাউচার্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনের দ্বিতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ইউজেনি বাউচার্ড, পেত্রা কেভিতোভা, কার্লা সুয়ারেজ নাভারো, রবার্টা ভিঞ্চি, ক্যারোলিন ওজনিয়াকি এবং আন্দ্রেয়া পেটকোভিচের মতো তারকারা। তবে কাতার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সদ্যই অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। দ্বিতীয় রাউন্ডে চায়নার ঝেং সাইসাইয়ের কাছে ৭-৫ এবং ৬-১ গেমে সরাসরি সেটে পরাজিত হয়ে ভক্ত-অনুরাগীদের হতাশ করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা কারবারের চেয়ে ঝেং ৭০তম অবস্থান নীচে রয়েছেন। চলতি বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরে এটাই ছিল কারবারের প্রথম কোন একক টুর্নামেন্ট। গত ৩০ জানুয়ারি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান কারবার। সেই শিরোপা জয়ের পর মঙ্গলবারই একক কোন টুর্নামেন্টে পারফর্ম করেন তিনি। সমর্থকদের প্রত্যাশা ছিল নিজের সেরাটাই ঢেলে দিবেন তিনি। কিন্তু দোহায় নিজেকে আর মেলে ধরতে পারেননি জার্মানির এই তারকা। যে কারণে লজ্জাজনকভাবে দ্বিতীয় রাউন্ড থেকে হেরেই বিদায় নিতে হলো তাকে। আর নিজের এমন নিষ্প্রভ পারফর্মেন্সের কারণ সম্পর্কে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘আমি আসলে বলতে পারছি না এটা চাপ নাকি অন্য কোন কারণে হয়েছে। তবে কোর্টে নামার আগে সকালে অনুশীলনে খুব ভাল অনুভব করছিলাম না। এটাই আমি বলতে পারি। আর আজ যেভাবে খেলেছি সেটা আমার পারফর্মেন্সের ধরন নয়। কারণ এতো বেশি ভুল আমি আগে কখনই করি না। তবে আমি এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই।’ দোহায় এদিন শুধু কারবারই পরাজিত হননি, তার সাথে একই পথ ধরেছেন দ্বিতীয় বাছাই রোমানিয়ান সিমোনা হ্যালেপ। দ্বিতীয় রাউন্ডে হ্যালেপ এলিনা ভেসনিনার কাছে ৭-৬ (৭/১), ৪-৬ এবং ১-৬ গেমের কঠিন লড়াইয়ে পরাজয়বরণ করতে বাধ্য হয়েছেন। ২০১৪ সালে কাতার ওপেনের শিরোপা জিতেছিলেন এই রোমানিয়ান। অথচ এবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি। সেই আক্ষেপ ম্যাচ শেষে তার কণ্ঠেও শুনা গেল, ‘তার কাছে হারার পর খুবই খারাপ লাগছে। তবে এটাই আসলে টেনিস। যে কারণে তাই মেনে নিতে হবে আমাকে।’ এদিকে কাতার ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন লুসি সাফারোভা এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু সপ্তম বাছাই লুসি সাফারোভাও পেরে ওঠেননি এদিন। তুরস্কের কাগলা বুয়োকাকাচির কাছে ৭-৬ এবং ৭-৫ গেমে সরাসরি সেটে হার মানেন তিনি। তবে জয়ের ধারাবাহিকতায় থেকে সন্তুষ্ট এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই এদিন ৬-৪ এবং ৬-৪ গেমে হারান ইউক্রেনের ক্যাটরিনা বোন্ডারেঙ্কোকে। ম্যাচ শেষে সন্তুষ্ট প্রকাশ করে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল কিন্তু তারপরও আমি জয় পেয়েছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তবে ইউজেনি বাউচার্ড যে এখনও ফুরিয়ে যাননি তার প্রমাণ দেখা যাচ্ছে কাতার ওপেনে। কানাডিয়ান এই টেনিস তারকা মঙ্গলবার ৭-৬ এবং ৭-৫ গেমে পরাজিত করেন ড্যানিশা এ্যালের্তোভাকে। ইতালিয়ান টেনিস তারকা রবার্টা ভিঞ্চি এদিন ২-৬, ৬-৪ এবং ৭-৬ গেমে হারান রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে, সাবেক উইম্বল্ডনের শিরোপাজয়ী পেত্রা কেভিতোভা ৭-৬, ৬-৪ গেমে হারান স্বদেশী বারবারা স্ট্রাইকোভাকে, রোমানিয়ার মনিকা নিকোলেস্কো ৩-৬, ৬-৪ এবং ৭-৫ গেমে হারান সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াস্কি ৬-৩ ও ৬-৩ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভাকে এবং ইতালির সারা ইরানিকে ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করেন টিমিয়া বাবোসকে।
×