ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনার কিলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নওয়াজের

প্রকাশিত: ০৪:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

অনার কিলিংয়ের  বিরুদ্ধে কঠোর  অবস্থান নওয়াজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী পারিবারিক হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং এজন্য ধর্মীয় রক্ষণশীলদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন তিনি। খবর গার্ডিয়ান অনলাইনের। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, পরিবারের তথাকথিত সম্মান বাঁচানোর নামে কন্যা সন্তানকে হত্যা করার পক্ষে যে ধর্মীয় আইন ও শাস্তি এড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করা হবে যথা শীঘ্র। নওয়াজ শরিফ শরিয়া আইন চ্যালেঞ্জ করে বলেন, পরিবারের সদস্যদের দিয়ে তথাকথিত ‘অনার কিলিং’ অবশ্যই মেনে নেয়া হবে না। এ শরিয়া আইন চ্যালেঞ্জে ধর্মীয় রক্ষণশীলদের সঙ্গে বিরোধিতার সম্মুখীন হতে পারেন প্রধানমন্ত্রী। তিনি গার্ডিয়ানকে বলেন, এটা সম্পূর্ণভাবে ইসলামবিরোধী এবং যে কেউ হত্যা অপরাধ ঘটাতে তাকে অবশ্য শাস্তি পেতে হবে এবং এ শাস্তি হবে অত্যন্ত কঠোর। পারিবারিক হত্যা বা ‘অনার’ কিলিংয়ের ওপর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রের পাকিস্তানী প্রিমিয়ার শোয়ের পর শরিফ ঐ বক্তব্য রাখছিলেন।
×