ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারাতে চায় জাহানারারা

প্রকাশিত: ০৫:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানকে হারাতে চায় জাহানারারা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে মহিলা টি২০ বিশ্বকাপ শুরু হবে ১৫ মার্চ। প্রথমদিনেই স্বাগতিক ভারতের বিপক্ষে লড়াই করবে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে, ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের সর্বশেষ আসরে ২০১৪ সালে পাকিস্তান ছাড়া বাকি তিনদলই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল। হারও হয়েছে বাংলাদেশের। এবার যে পাকিস্তান আরেকটি প্রতিপক্ষ, সেখানে ছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের শুধু হারাতে পেরেছিল বাংলাদেশ মহিলা দল। এবার পাকিস্তানকে হারাতে চায় জাহানারারা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করে জাহানারা, শুকতারা, সালমারা। অনুশীলন শেষে জাহানারাই পাকিস্তানকে বধ করার আশা প্রকাশ করেন। বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের গ্রুপের সবাই বেশ কঠিন প্রতিপক্ষ। তবে, আমার প্রধান লক্ষ্য গ্রুপপর্বের ম্যাচে অবশ্যই পাকিস্তানকে হারানো।’ ২০১২ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সাত টি২০ ম্যাচ খেলে বাংলাদেশ। একটিতেও জিততে পারেনি। ৬টিতে হেরেছে আর একটি ম্যাচ হয়েছে প-। সর্বশেষ করাচীতে গিয়ে যে খেলে বাংলাদেশ, সেখানেও হার হয়। জাহানারা এরপরও পাকিস্তানকে হারানোর সাহস দেখাচ্ছেন। বলেছেন, ‘মেনে নিতে কষ্ট হয় যে, পাকিস্তানের বিপক্ষে আমরা ভাল খেলেও হেরে যাই। ওদের চেয়ে আমরা অনেক ভাল দল। কিন্তু ভাল হয়েই কেন পেরে উঠি না সেটা বুঝতে পারি না। তবে এবার নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব জয় পেতে।’ পাকিস্তানকে যেমন হারানোর আশা আছে। তেমনি স্বাগতিক ভারতকে নিয়ে যেন ভীতি আছে। ভারতের বিপক্ষেও ২০১২ সাল থেকে ৭ টি২০ খেলা হয়েছে। হারই হয়েছে নিয়তি। জাহানারা ভারতকে নিয়ে জানান, ‘ভারত অনেক শক্তিশালী। দেখছেন না সম্প্রতি কীভাবে ওরা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে।’ তবে এখানেও সাহসই পুঁজি বাংলাদেশের, ‘আমরা নির্ভীক। আমরা এগিয়ে যাব। যে দলই আসুক না কেন এবারের বিশ্বকাপের প্রতি ম্যাচই আমরা সেরা খেলাটি খেলেই লড়ব।’ এর আগে জার্সি উন্মোচনের দিনে ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাহানারা। বলেছিলেন, ‘এবার আরও ভাল করতে চাই। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পুরো ক্রিকেট দলকে নিয়েই। আলাদা পুরুষ কিংবা মহিলা বলে কথা না। ক্রিকেট দল, এটাই আসল কথা। বাংলাদেশের সবাই প্রত্যাশা করে পুরুষ দল আর নারী দল ভাল একটা রেজাল্ট করুক। আমাদের কাছে সবার প্রত্যাশা হয়ত একটাই। ভাল ক্রিকেট খেলে আসি, ভাল কিছু যেন অর্জন করে নিয়ে আসি। আমাদের বিশ্বাস, আমরা এবার অনেক ভাল ক্রিকেট খেলব এবং অনেক ভাল কিছু অর্জন করব।’ দ্বিতীয়বারের মতো যখন টি২০ বিশ্বকাপ খেলতে নামবেন জাহানারারা, তখন টার্গেট দলের র‌্যাঙ্কিং বাড়ানো। এখন আছে ১০ এ। চান ৭-৮ এ উঠতে। তা কী সম্ভব? জাহানারা বলেছেন, ‘প্রথমবার আমরা যখন বিশ্বকাপ খেলেছিলাম, তখন আয়োজক হিসেবে খেলেছিলাম (২০১৪ সালে)। আর এবার আমার নিজস্ব যোগ্যতায় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য র‌্যাঙ্কিংয়ে ৭-৮ মধ্যে থাকা। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
×