ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সান্ত¡নার জয় পেল নিউজিল্যান্ড

গ্রুপ চ্যাম্পিয়ন ভারত পারল না নেপাল

প্রকাশিত: ০৪:৩২, ২ ফেব্রুয়ারি ২০১৬

গ্রুপ চ্যাম্পিয়ন ভারত পারল না নেপাল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছে নেপাল অনুর্ধ ১৯ ক্রিকেট দল। শক্তিধর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার লীগ নিশ্চিত করে সবার নজরে আসে আইসিসির সহযোগী সদস্য দেশটি। তবে ‘ডি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে সোমবার আরেক শক্তিধর ভারত অনুর্ধ ১৯ দলের বিপক্ষে পেরে ওঠেনি নেপালের যুবারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ গ্রুপ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এ জয়ের ফলে সব ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার লীগে পা রাখল ভারত। গ্রুপের অপর ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। টানা দুই ম্যাচ হেরে সুপার লীগে উঠতে ব্যর্থ হওয়া নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে লড়াইয়ে সান্ত¡নার জয় পেয়েছে কিউই যুবারা। ৪ উইকেটে হেরেছে আইরিশ যুবারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টস জিতে আগে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু শুরুতেই মড়ক লাগে ভারতীয় ব্যাটিংয়ে। কুয়াশার কারণে ৩০ মিনিট পর খেলা শুরু হওয়াতে ২ ওভার করে কমিয়ে দেয়া হয়। একপ্রান্তে ওপেনার সন্দ্বীপ সুনার দারুণ ব্যাটিং করছিলেন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। দলীয় মাত্র ৬৫ রানেই ৪ উইকেট হারায় তারা। সুনার ৭৩ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৭ রান করে বিদায় নেয়ার পর বিপদ আরও ঘনীভূত হয় নেপালের। শুরু থেকেই নেপালী ব্যাটিং অর্ডারে ঝড় তোলেন ডানহাতি পেসার আবেশ খান ও ডানহাতি অর্থোডক্স মায়াঙ্ক ড্যাগার। তবে পঞ্চম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন আরিফ শেখ ও রাজবীর সিং। আরিফ ২৬ রান করে বিদায় নেয়ার পর মূলত একাই লড়েছেন রাজবীর। ৬৮ বলে ১ চারে ৩৫ রান করেন তিনি। শেষদিকে প্রেম তামাংয়ের ৪০ বলে ১ চার ও ২ ছক্কায় করা অপরাজিত ২৯ রানের সুবাদে নির্ধারিত ৪৮ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের ছোট সংগ্রহ পায় নেপাল। আবেশ তিনটি এবং ওয়াশিংটন সুন্দর ও ড্যাগার দুটি করে উইকেট নেন। নেপালের দেয়া লক্ষ্যটাকে আরও ক্ষুদ্র বানিয়ে ফেলেন ঋষভ প্যান্ট। শুরু থেকেই বিধ্বংসী ছিলেন এ ওপেনার। মাত্র ১৮ বলে যুব ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। ২৪ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৭৮ রান করার পর সাজঘরে যখন ফিরেছেন তখন উদ্বোধনী জুটিতেই যোগ হয়েছে ১২৪ রান। মাত্র ৯ ওভারেই এ রান তোলে ভারত। প্যান্টের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার ঈশান কিষাণ। তিনি ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন। বাকিটা পাড়ি দিতে তেমন সমস্যায় পড়তে হয়নি ভারতকে। ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। অপর ম্যাচে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ৪৭.৫ ওভারে অলআউট হয়ে যায় ২১২ রানে। ওপেনার জ্যাক টেক্টর ৮৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৬ এবং এ্যাডাম ডেনিসন ৪৬ ও গ্যারি ম্যাকক্লিন্টক ৩৪ রান করেন। তিনটি করে উইকেট নেন রাঁচি রবীন্দ্র ও জশ ফিনি। জবাবে ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে প্রথম জয় পায় নিউজিল্যান্ড। ফিন এ্যালেন ৩ রানের জন্য শতক হাত ছাড়া করেন। তিনি ৭৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯৭ রান করে সাজঘরে ফেরেন। ডেল ফিলিপস ৬৬ বলে ৭ চারে ৫৮ রান করেন।
×