ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

গেইল ও নারাইনকে নিয়ে উ.ইন্ডিজের শক্তিশালী দল

প্রকাশিত: ০৫:৪১, ৩১ জানুয়ারি ২০১৬

গেইল ও নারাইনকে নিয়ে উ.ইন্ডিজের শক্তিশালী দল

স্পোর্টস রিপোর্টার ॥ ধুরন্ধর উইলোবাজ ক্রিস গেইল এবং রহস্য স্পিনার সুনিল নারাইনকে নিয়ে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিস্ময়করভাবে ডাক পেয়েছেন দুই বিতর্কিত ক্রিকেটার ডোয়াইন ব্রাভো ও কাইরেন পোলার্ডও। ভারতে অনুষ্ঠিত ২০১৪ চ্যাম্পিয়ন্স লীগ টি২০তে প্রথম নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সেটি নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অন্তর্ভুক্ত কোন টুর্নামেন্ট ছিল না। আইপিএল দিয়ে লাইমলাইটে উঠে আসা স্পিনারকে তাই গত বছর ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু এ্যাকশনের উন্নয়নে কাজ করার জন্য পরে তাকে প্রত্যাহার করে নেয় উ.ইন্ডিজ বোর্ড (ডব্লিউআইসিবি)। গত নবেম্বরে শ্রীলঙ্কা সফরে ফের নারাইনের এ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। অবৈধ বোলিংয়ের জন্য বর্তমানে রিপোর্টেড হওয়া সত্ত্বেও তাকে টি২০ বিশ্বকাপের দলে রাখলো ডব্লিউআইসিবি। এখানে দুটি বিষয় ২৭ বছর বয়সী ডানহাতির হয়ে কথা বলছে। মূলত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় নারাইন দুর্ধর্ষ হয়ে ওঠেন। দলটির সাফল্যের নেপথ্যে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মার্চ-এপ্রিলে সেই ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। উপমহাদেশের সেøা-কন্ডিশনে বল হাতে ‘ভয়ঙ্কর এক নাম’ নারাইন। দ্বিতীয়ত, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে স্বাগতিকদের হারানো ম্যাচে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান স্টাইলিশ এই অফস্পিনারের। ইনজুরির অজুহাতে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েও বিশ্বব্যাপী সব ঘরোয়া টুর্নামেন্টে খেলে দেদারসে টাকা কামাচ্ছেন আধুনিক উ.ইন্ডিজের জনপ্রিয়তম এই ক্রিকেটার! উ.ইন্ডিজ টি২০ দল ॥ ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনিল নারাইন, কাইরেন পোলার্ড, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও জেরমে টেইলর।
×