ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ স্কটল্যান্ড

প্রকাশিত: ০৫:২৪, ৩১ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ স্কটল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচটি সকাল নয়টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। এ ম্যাচটিতে জিতলে বাংলাদেশের সুপার লীগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে, যদি নামিবিয়ার বিপক্ষে দিনের আরেক ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকা। তাহলে বাংলাদেশের সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে নামিবিয়াও সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করবে। ‘এ’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ড বিদায় নেবে। আর যদি বাংলাদেশ জিতে, আবার দক্ষিণ আফ্রিকাও জয় পায়- সেক্ষেত্রে সুপার লীগে খেলতে হলে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে শুভসূচনাই করেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ৪৩ রানে জিতেছে তারা। সেই হিসেবে স্কটল্যান্ড দুর্বল দলই। যদিও বাংলাদেশ যুব দলের কোন ক্রিকেটারই কোন প্রতিপক্ষকেই দুর্বল ভাবছে না। এরপরও যে দলটি দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারাতে পারে, তারা স্কটিশদেরও সহজেই হারাবে- এমন ধারণা হওয়াটাই স্বাভাবিক। নামিবিয়ার মতো দল স্কটল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। তাতে বোঝা যাচ্ছে, আজ যে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড; দলটি দুর্বলই। সেই হিসেবে ম্যাচে বাংলাদেশই ফেবারিট। জয়ও পাওয়ার কথা। জয় মিললেই সুপার লীগের কোয়ার্টার ফাইনালে খেলার পথে এক পা দিয়েই রাখবে বাংলাদেশ। শেষ ম্যাচে তখন নামিবিয়ার বিপক্ষে ২ ফেব্রুয়ারি গ্রুপ সেরা হওয়ার জন্যই খেলতে নামবে বাংলাদেশ। সেই দিকে অবশ্য মনোযোগ দিতে নারাজ বাংলাদেশ যুব দলের ব্যাটসম্যান কাম পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি বলেছেন, ‘প্রথমত আমরা প্রথম ম্যাচটি জিতেছি। আমাদের দলের আত্মবিশ্বাস উঁচুতে আছে। পরের ম্যাচগুলো খাটো চোখে দেখছি না। জয় ছাড়া কোনকিছুই দেখছি না। কোন ম্যাচ হাল্কাভাবে নেয়া উচিত না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনযোগে খেলেছি, সে মনযোগে আমরা কালকের (আজকের) ম্যাচও খেলব।’ সঙ্গে যোগ করেন- ‘স্কটল্যান্ড নতুন দল। ওদের সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। ওদের আমরা চিনি না। ওদের সঙ্গে আমরা কোন ‘হোম এ্যান্ড এ্যাওয়ে’ ম্যাচ খেলিনি। যতটুকু ধারণা, টিমটা নিশ্চয়ই ভাল হবে। শতভাগ দিয়ে আমরা খেলব। যেহেতু শুরুটা ভাল করেছি। দেশের মাটিতে খেলা, চাইব অন্তত ফাইনাল পর্যন্ত খেলার।’ যে দলটি ফাইনাল পর্যন্ত খেলার আশা করে, তারাতো আর দ্রুতই থেমে যাওয়ার নয়। বাংলাদেশ দল থামছেও না। অনুর্ধ-১৯ বিশ্বকাপে জিতেই চলেছে। মূল পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুইয়েকে ৬৩ রানে ও ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়েছে। সে তুলনায় স্কটল্যান্ড এখন পর্যন্ত আহামরি কিছু করে দেখাতে পারেনি। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪৮ রানের বড় ব্যবধানে হেরেছে। এবার বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল ইংল্যান্ডের কাছে ২৯৯ রানে হারা ফিজিকে হারিয়েছে ২১ রানে। তাতেই বোঝা যাচ্ছে, স্কটল্যান্ড কতটা দুর্বল দল। এখন এ দুর্বল দলকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারলেই হয়। সুপার লীগের কোয়ার্টার ফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা তৈরি করে রাখতে হলে এর বিকল্পও যে নেই বাংলাদেশের।
×