ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেরকেলের পদত্যাগ চায় ৪০% জার্মান

প্রকাশিত: ০৪:২০, ৩১ জানুয়ারি ২০১৬

মেরকেলের পদত্যাগ চায় ৪০% জার্মান

জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের শরণার্থী বিষয়ক নীতির কারণে তার পদত্যাগ করা উচিত বলে মনে করে প্রায় ৪০ শতাংশ জার্মান নাগরিক। শুক্রবার পরিচালিত নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। গত বছর দেশটি ১১ লাখ শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে। খবর এএফপির। জরিপে ওঠে আসা তথ্যে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গোলযোগপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা লোকদের প্রতি মেরকেলের উদার দৃষ্টির কারণে তার প্রতি গণঅসন্তোষ বাড়ারই লক্ষণ প্রকাশ পাচ্ছে। নতুন জরিপে শরণার্থী ইস্যুতে জার্মানদের মধ্যে বিভক্তিও প্রকাশ পেয়েছে। জার্মানির ডান ও বামপন্থী রাজনীতিবিদদের মধ্যেও তীব্র মেরকেলবিরোধী মনোভাব দেখা গেছে। ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি তিন সমর্থকের দুইজনই মেরকেলের পদত্যাগ চায়। সাম্প্রতিক জরিপগুলোতে এ রাজনৈতিক দলটি জার্মানিতে জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। ডানপন্থী দলটির পাশাপাশি বামপন্থী ডি লিঙ্খ পার্টির ৪৫ দশমিক ৪ শতাংশ সমর্থক মেরকেলের শরণার্থী নীতির ঘোর বিরোধী এবং এ কারণে তারা তার পদত্যাগ চায়। নতুন সিল্ক রোডে প্রথম ট্রেন চীনের বাণিজ্য ইউ শহর থেকে নতুন সিল্ক রোড দিয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের উদ্দেশে একটি মালবাহী ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি ১৪ দিনে ১০,৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দেবে। মধ্যপ্রাচ্যের সঙ্গে রেলপথে চীনের এটিই পণ্য পরিবহনের প্রথমট্রেন। ইউ’র সঙ্গে ইতোমধ্যে ইউরোপের ডুইসবার্গ ও মাদ্রিদ যুক্ত। -প্রেস টিভি ফেসবুকের না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্সটাগ্রামে এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন না। পরিচয় যাচাই ছাড়া কোন আইডি থেকে দেয়া আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন বন্ধ করেছে ফেসবুক। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র বিক্রি রোধেই ফেসবুকের এই নতুন নিয়ম। তবে বাণিজ্যিকভাবে ফেসবুক ও ইন্সটাগ্রামে এখনও আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দেয়া যাবে। ইন্সটাগ্রাম একটি জনপ্রিয় ছবি বিনিময়ের মাধ্যম। এটির মালিকানাও ফেসবুকের। ফেসবুকে অবৈধ মাদক ও ওষুধ বিক্রির কোন বিজ্ঞাপনও দেয়া যায় না। -বিবিসি
×