ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুহানির সম্মানে নগ্ন ভাস্কর্য ঢেকে দিল ইতালি

প্রকাশিত: ০৩:৩০, ২৮ জানুয়ারি ২০১৬

রুহানির সম্মানে নগ্ন ভাস্কর্য ঢেকে দিল ইতালি

ইতালি সফররত ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানিকে সম্মান প্রদর্শন করতে রোমের ক্যাপিটোলাইন মিউজিয়ামের নগ্ন ভাস্কর্যগুলো ঢেকে দেয় কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার পর রাজধানীর ওই জাদুঘরে রুহানি ও ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সঙ্গে সাক্ষাত করেন। মঙ্গলবার এ খবর জানা যায়। খবর এএফপি ও বিবিসির। ইরানি প্রেসিডেন্টকে বিব্রত না করতে জাদুঘরটিতে রাখা বেশ কয়েকটি নগ্নমূর্তি বাক্স দিয়ে ঢেকে রাখা হয়। রুহানির সম্মানে দেয়া রাষ্ট্রীয় ভোজসভার মেন্যুতে ঐতিহ্য সত্ত্বেও ওয়াইন পরিবেশন করা হয়নি। ইতালি থেকে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে রুহানির। তবে ফ্রান্স রাষ্ট্রীয় ভোজসভার ক্ষেত্রে ইতালিকে অনুসরণ করবে না বলে জানিয়ে দিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানে মদপানের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের ওপর আরোপিত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অর্থনৈতিক সম্পর্ক ঝালাই করে নিতে পাঁচ দিনের ইউরোপ সফরে আছেন রুহানি। মঙ্গলবার রুহানি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাত করেন। ভ্যাটিকান জানিয়েছে, সাক্ষাতে ইরানী প্রেসিডেন্টকে সন্ত্রাস ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানান পোপ। ইতালির ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া ভাষণে রুহানি বলেন, পুরো অঞ্চলে (মধ্যপ্রাচ্য) ইরান সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল দেশ। চরমপন্থা মোকাবেলায় অর্থনৈতিক সমৃদ্ধি প্রধান চাবিকাঠি হতে পারে বলে ভাষণে জোরালোভাবে উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব সন্ত্রাসের সেনা তৈরি করে। ‘পায়জামা পরে স্কুলে আসবেন না’ ব্রিটেনের একটি স্কুলের প্রধান শিক্ষক বাচ্চাদের স্কুলে পৌঁছে দেয়ার সময় পায়জামা পরে না আসতে মঙ্গলবার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের স্কার্ন পার্ক এ্যাকাডেমির প্রধানশিক্ষক কেট চিশোম বলেন, আমি লক্ষ্য করেছি স্কুলে বাচ্চাদের পৌঁছে দিতে এবং স্কুল ছুটির পর বাসায় নিতে আসা অভিভাবকদের মধ্যে পায়জামা পরার প্রবণতা বেড়েই চলছে। এমনকি তারা চপ্পল পায়েও স্কুলে চলে আসেন। আমি আপনাদের বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে আসার সময় দিনের বেলার আবহাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ পোশাক পরে আসার জন্য অনুরোধ করছি।
×