ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুতিন একজন দুর্নীতিবাজ ॥ মার্কিন কর্মকর্তা

প্রকাশিত: ০৩:২৪, ২৭ জানুয়ারি ২০১৬

পুতিন একজন দুর্নীতিবাজ ॥ মার্কিন কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একজন দুর্নীতিবাজ। এজন্য তিনি বিলাসী জীবনযাপন করেন। মার্কিন রাজস্ব বিভাগের এ্যাডাম সুবিন জানান, পুতিনের নীতির কারণে তার মিত্ররা ধনী হওয়ার সুযোগ পাচ্ছে এবং তিনি বিরোধীদের কোণঠাসা করতে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছেন সুবিন। খবর বিবিসির রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সহযোগীদের ওপর যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই প্রথমবারের মতো সরাসরি পুতিনকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার কথা ভাবা হচ্ছে। বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন রাজস্ব বিভাগ। এদিকে পুতিনের মুখপাত্র বলেছেন, যেসব কথা বলা হচ্ছে এর কোন উত্তর দেয়ার প্রয়োজনীয়তা তারা দেখছেন না। কারণ এর পুরোটাই কল্পকথা। জানা গেছে, পুতিন যে ধরনের অভিজাত জীবনযাপন করেন তা কেবল অতিধনাঢ্য ব্যক্তির পক্ষেই সম্ভব। রাশিয়ার বড় বড় কোম্পানিতে পুতিনের গোপন শেয়ার আছে বলে দাবি করেছেন এক রুশ সাংবাদিক। স্টানিসøা বেলকভস্কি নামে ওই রুশ সাংবাদিক বলেন, পুতিনের অন্তত ৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে, ইউরোপের অন্যতম একজন ধনী ব্যক্তি পুতিন। শুধু তাই নয়, হয়ত পুরো পৃথিবীরও অন্যতম একজন ধনী ব্যক্তি তিনি। ড্রোন হামলায় টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ নিহত পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রধান মোল্লা ফাজলুল্লাহ আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ড্রোন হামলার সময় ফাজলুল্লাহ আফগানিস্তানে তার বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। অবশ্য অতীতেও ড্রোন হামলায় টিটিপি প্রধান নিহত হয়েছেন বলে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। যার সব মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।
×