ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, কোস্টার কারণে আরেকবার বেদনায় নীল গানার্সরা, হতাশ কোচ আর্সেন ওয়েঙ্গার, আর্সেনাল ;###;০-১ চেলসি

চেলসির কাছে হার আর্সেনালের লন্ডন ডার্বিতে

প্রকাশিত: ০৫:৪১, ২৬ জানুয়ারি ২০১৬

চেলসির কাছে হার আর্সেনালের লন্ডন ডার্বিতে

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার চেলসির কাছে ভূপাতিত হলো আর্সেনাল। দারুণ ছন্দে থাকা গানার্সরা সবসময়ই ব্লুজদের সামনে আসলে কেমন যেন ম্রিয়মাণ হয়ে পড়ে। রবিবার রাতেও এ ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের দল। লন্ডন ডার্বিতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ১-০ গোলে হেরেছে চেলসির কাছে। এই হারে ২০১৩-১৪ মৌসুমের মতো আবারও বেদনাসিক্ত হওয়ার শঙ্কা জেগেছে আর্সেনালের। সেবার শিরোপা দৌড় থাকা গানার্সরা শেষদিকে খারাপ করায় চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারও দলটি সেই পথেই এগুচ্ছে! বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবারের মৌসুমে কাটাচ্ছে ভয়াবহ খারাপ সময়। প্রিমিয়ার লীগের ২২ ম্যাচে জয় পেয়েছিল মাত্র ছয়টিতে। অন্যদিকে ২২ ম্যাচের ১৩টিতে জয় দিয়ে শিরোপা লড়াইয়ের দৌড়ে প্রথম সারিতে ছিল আর্সেনাল। কিন্তু নিজেদের ২৩ নম্বর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে দারুণ ফর্মে থাকা আর্সেনালকেই হারিয়ে দিয়েছে ধুঁকতে থাকা চেলসি। ম্যাচের প্রায় পুরোটা সময়ই আর্সেনালকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ১৮ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনাল ডিফেন্ডার পার মারটেসকারকে। পাঁচ মিনিট পরই (২৩ মিনিট) চেলসিকে এগিয়ে নেন দিয়াগো কোস্টা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় চেলসি। ইপিএলে প্রথম লেগের ম্যাচেও চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ম্যাচেও লালকার্ড দেখেছিলেন আর্সেনালের দু’জন খেলোয়াড়। নতুন বছরের শুরুতে আর্সেনালই ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু টানা দু’টি ড্র ও চেলসির কাছে এই হারের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের। ২৩ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪৪ ও ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও প্রথম স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও লিচেস্টার সিটি। আর্সেনালের পর চতুর্থ ও পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে চেলসি। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও চেলসির কাছে আর্সেনালের হারের অন্যতম প্রধান কারণ দিয়াগো কোস্টা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকারের কারণে এবারও হারতে হয়েছে বলে মনে করেন গানার্স কোচ আর্সেন ওয়েঙ্গার। কোস্টাকে ফাউল করেই লালকার্ড দেখেন আর্সেনালের জার্মান ডিফেন্ডার মারটেসকার। রেফারির সিদ্ধান্তটা নিয়ে বেশ বিতর্ক আছে। রিপ্লে দেখে মনে হয়েছে সামান্য সংযোগেই মাটিতে লুটিয়ে পড়েন কোস্টা। ওয়েঙ্গার রেফারির সিদ্ধান্ত সঠিক কিংবা ভুল নিয়ে কোন মন্তব্য করেননি। তিনি বলেন, শেষ দুই ম্যাচে কোস্টার কারণে আমাদের দু’জন খেলোয়াড় বহিষ্কার হয়েছে। সিদ্ধান্তটা সঠিক না ভুল? আমি জানি না। ওয়েঙ্গারের হতাশার কারণও আছে। চেলসির মুখোমুখি হলেই তার দল কেমন যেন এলোমেলো হয়ে যায়। শেষ কবে তারা ব্লুজদের হারিয়েছে তা হয়তো স্মরণে নেই! এবারের হারে চেলসির বিরুদ্ধে বাজে রেকর্ড অব্যাহত থাকলো আর্সেনালের। পরশুর জয়ের ফলে আর্সেনালের বিরুদ্ধে প্রিমিয়ার লীগে টানা নয় ম্যাচ অপরাজিত থাকলো চেলসি। যার ছয়টিতে জয় ও তিনটিতে ড্র। শুধু তাই নয়, আর্সেনাল চেলসির বিরুদ্ধে লীগের খেলায় টানা ছয় ম্যাচে কোন গোল করতে পারেনি। যা তাদের ইপিএলের বাজে রেকর্ডের সমান। এর আগে লিভারপুলের বিরুদ্ধে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত কোন গোল করতে পারেনি আর্সেনাল। সময়ের হিসেবে চেলসির বিরুদ্ধে লীগে আর্সেনাল গোল করতে পারেনি নয় ঘণ্টা ৩২ মিনিট। চেলসির বিরুদ্ধে আর্সেনাল সর্বশেষ ম্যাচ জিতেছে ২০১১ সালের অক্টোবরে। অর্থাৎ প্রায় পাঁচ বছর ব্লুজদের বিরুদ্ধে জয়হীন গানার্সরা। আর্সেনাল হতাশায় নিমজ্জিত হলেও চেলসির অন্তর্বর্তীকালীন কোচ গাস হিডিঙ্ক বেজায় খুশি এই জয়ে। শেষ পর্যন্ত ভাল অবস্থানে থেকে লীগ শেষ করার প্রত্যয় ঝরেছে এই ডাচ কোচের কণ্ঠে।
×