ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কয়েক হাজার শরণার্থী শিশুকে আশ্রয় দিচ্ছে ব্রিটেন

প্রকাশিত: ০৫:২৫, ২৫ জানুয়ারি ২০১৬

কয়েক হাজার শরণার্থী শিশুকে আশ্রয় দিচ্ছে ব্রিটেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কয়েক হাজার অভিভাবকহীন শরণার্থী শিশুকে কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে আশ্রয় প্রদানের পরিকল্পনা বিবেচনা করছেন। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পিতামাতা ছাড়া ইউরোপে পালিয়ে আসা বিপুলসংখ্যক শিশুদের আশ্রয় প্রদানে মন্ত্রীদের উপর চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে এমন পরিকল্পনা নেয়া হয়েছে। লেবার পার্টির প্রধান জেরেমি করবিনসহ দাতা ও দাতব্য সংস্থাগুলো জরুরী পদক্ষেপ নিতে ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। একটি ঘোষণা আসন্ন এমন ক্রমবর্ধমান প্রত্যাশার মধ্যে ডাউনিং স্ট্রিট বলেছে, সেভ দ্য চিলড্রেনের নেতৃত্বে বিভিন্ন দাতব্য সংস্থার আহ্বান গুরুত্বের সঙ্গে নিয়েছে মন্ত্রীরা। সিরিয়া ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে ইউরোপে আসা অভিভাবকহীন শিশু, যাদের মানব পাচারকারীর শিকার হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে তাদের মধ্যে অন্তত তিন হাজার শিশুকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া হবে। -গার্ডিয়ান
×