ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান অধিনায়কের বাবা

মেসিকেও ছাড়িয়ে যাবেন নেইমার!

প্রকাশিত: ০৪:৪১, ২৪ জানুয়ারি ২০১৬

মেসিকেও ছাড়িয়ে যাবেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই বর্তমান বিশ্বফুটবলের সেরা তারকা বিবেচিত হয়। তবে মেসির পরই নেইমারকে দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে মানেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। গত ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নেইমার ও রোনাল্ডো। ফিফা ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় নেইমারকে। কিন্তু সুয়ারেজের মতে মেসি বিশ্বসেরা হলেও ভবিষ্যতে তাকেও ছাড়িয়ে যাবেন নেইমার। এ বিষয়ে আর্জেন্টাইন অধিনায়ককে সম্মান জানিয়েই সুয়ারেজ বলেন, ‘লিও বিশ্বসেরা ফুটবলার। এ বিষয়ে কোন সন্দেহ নেই। মাঠে কিংবা মাঠের বাইরে তার কোন তুলনা হয় না। তবে আজ নেইমার দ্বিতীয় বিশ্বসেরা হলেও সে লিওর পেছনে রয়েছে। মেসির কাছ থেকে নেইমার শিখছে। তবে প্রতিটি ম্যাচেই সে (নেইমার) ভিন্ন কিছু করছে। আর এভাবে এগিয়ে গেলে এক সময় সেও হবে বিশ্বের সেরা তারকা।’ ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন নেইমার। কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে বার্সিলোনা ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন নেইমার। তবে রিয়াল মাদ্রিদের প্রতিনিধির সঙ্গে নেইমারের সাক্ষাতের খবরকে ভিত্তিহীন-গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়কের বাবা। বরং ন্যুক্যাম্পেই ছেলের ভবিষ্যত দেখছেন বলে জানিয়েছেন নেইমার সান্তোস সিনিয়র। নেইমারের বার্সা ছাড়ার অবশ্য নতুন কিছু নয়। এর আগে স্প্যানিশ গণমাধ্যম ‘ওন্ডা সিরো’তেও প্রকাশিত হয় জুরিখে ১১ জানুয়ারির ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন নেইমার। ওই সময় তার বাবা, প্রতিনিধি ওয়াগনার রিবেইরো ও বার্সার দক্ষিণ আমেরিকান প্রতিনিধি আন্দ্রে কুরি উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়। বলা হয়, উক্ত ব্যক্তি (নাম জানা যায়নি) রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বন্ধু। এরপর থেকেই গুজব রটে। বার্সা ছেড়ে রিয়ালে নতুন করে ঠিকানা গড়ার জন্য দু’পক্ষেরই আলোচনা চলছে। তবে এসব গুঞ্জনকে এক কথায় উড়িয়ে দিয়েছেন নেইমার সিনিয়র। এ বিষয়ে তিনি সুস্পষ্ট করে বলেন, ‘রিয়ালের সঙ্গে সাক্ষাতের বিষয়টি কেউ উদ্ভাবন করেছে। প্রকৃতপক্ষে এর কোন ভিত্তি নেই। ব্যালন ডি’অর অনুষ্ঠানে আমরা সবাই (বার্সা ও রিয়াল) একই হোটেলে ছিলাম। সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। কিন্তু ওই সময় মিটিং হওয়ার খবরটি সম্পূর্ণ বানোয়াট।’ নেইমারের বাবা এ সময় আরও যোগ করেন, ‘আন্দ্রে কুরি (বার্সার প্রতিনিধি হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিষয় দেখভাল করেন) বার্সার একজন কর্মকর্তা। আমরা তার সঙ্গে দেখা করেছি। যেখানে রিয়ালের একজন প্রতিনিধিও ছিলেন। তার মানে এই নয় যে, আমরা রিয়ালের সঙ্গে আলোচনা করেছি। আসলে যেমনটি ভাবা হচ্ছে, এতে তেমন কিছুই বোঝাচ্ছে না।’ রিয়াল মাদ্রিদের সঙ্গে নেইমারের দলবদলের বিষয়ে তার প্রতিনিধি বা অন্য কারও ক্ষমতা আছে বলে মনে করেন না নেইমার সিনিয়র। তিনি জোর দিয়েই বলেন যে, একমাত্র ব্যক্তি হিসেবে ব্রাজিলিয়ান অধিনায়কের সব দায়-দায়িত্ব তার (নেইমারের বাবা) ওপরই বর্তায়। শেখ রাসেল আন্তঃস্কুল দাবা, ঢাকা অঞ্চল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং শেখ রাসেল চেস ক্লাবের আয়োজনে ঢাকা শহরের স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য শেখ রাসেল আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা, ঢাকা অঞ্চলের খেলা ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হবে। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ২৭ জানুয়ারির মধ্যে এক ’শ টাকা এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হচ্ছে। প্রতিযোগিতার খেলা সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের ট্রফি, দাবা বিষয়ক বই, ম্যাগাজিন, বোর্ড-ঘুঁটি, টি-শার্ট, সার্টিফিকেট দেয়া হবে।
×